Home অফবিট বিষধর সাপ চেনার উ’পা’য় জেনে নিন, নি’র্জ’ন এলাকায় কামড়ালে কি করবেন? জানুন...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিষধর সাপ চেনার উ’পা’য় জেনে নিন, নি’র্জ’ন এলাকায় কামড়ালে কি করবেন? জানুন বি’শ’দে

রবিবার একটি খবরে তোলপাড় হয় বলিউড। বলিউড অভিনেতা সালমান খানকে মধ্যরাতে সাপে কামড়েছে। তবে সাপটি বিষধর ছিল না। তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কাজেই সাপ মানেই বিষধর হবে এমনটা কিন্তু নয়। তাই সাপের প্রকৃতি সম্পর্কে জেনে রাখা প্রয়োজন কারণ আজ যেটা সালমান খানের সঙ্গে হয়েছে, তা আকছার অন্য কারোর সঙ্গে হতেই পারে।

ভারতবর্ষে বেশিরভাগ সাপ বিষাক্ত নয়। গোখরো, চন্দ্রবোড়া, শঙ্খচূড় সাপ বিষাক্ত হয়। জলঢোঁড়া, দাঁড়াশ সাপের বিষ নেই। বিষাক্ত সাপের চোখের মনি একটু লম্বাটে ধরণের হয়, এদের বিষদাঁতগুলো বেশ লম্বা হয়। অন্যদিকে বিষহীন সাপের চোখের আকার গোল হবে। এদের দাঁত থাকলেও তাকে বিষ গ্রন্থি থাকে না।

সাপের বিষের মধ্যে থাকে প্রোটিন এবং এনজাইম। এই এনজাইম মানুষের ক্ষতি করে। শরীরে প্রবেশ করে লোহিত রক্তকণিকা ভেঙে ফেলে। ফলে রক্তচাপ কমে যায়, পেশী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এছাড়া নিউরোটক্সিন নামের পদার্থ ভীষণ বিষাক্ত। সাপের বিষ শরীরে ঢুকলে শরীর আস্তে আস্তে অবশ হতে থাকে। যেখানে সাপে কামড়েছে সেইখানে প্রবলভাবে জ্বালা করতে শুরু করে। এই জ্বালা ক্রমাগত বাড়তে থাকে। ক্ষতস্থান ফুলে ওঠে।

সাপে কাটা ব্যক্তি আশেপাশের সব কিছু ঝাপসা দেখতে শুরু করে। ঢোক গিলতে কষ্ট হয়, মাথা ঘোরা, বমি বমি ভাব থাকে। সাপে কাটলে প্রথমে ক্ষতস্থান খুব সাবধানে পরিষ্কার ভেজা কাপড় বা জীবাণু নাশক লোশন দিয়ে মুছে দিতে হবে। ক্ষতস্থানের উপরের অংশে বেঁধে দিতে হবে। রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিতে হবে। কোন প্রজাতির সাপে কামড়েছে সম্ভব হলে তা জানার চেষ্টা করতে হবে। সাপে কাটলে চিকিৎসকের পরামর্শ নিন। ভয় পেয়ে ওঝার শরণাপন্ন হবেন না।