সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৭.৭৫ শতাংশ সুদ মি’ল’বে মাত্র ১৮ মাসের ফিক্সড ডিপোজিটে, কোন ব্যাংক দি’চ্ছে এই সু’বি’ধা?

বর্তমানে রেপো রেট বৃদ্ধি হয়েছে অনেকটাই , যার কারণেই দেখা যাচ্ছে ব্যাঙ্কে স্হায়ী আমানত রাখলেও তার সুদের হার বৃদ্ধি পেয়েছে। তাই এখন মানুষ দারুণ ভাবে আগ্রহ দেখাচ্ছে।মাত্র ১৫-১৮ মাসের স্থায়ী আমানতে ৭.৭৫% হারে সুদ পাওয়া যাচ্ছে । বর্তমান সময়ের সব থেকে বড় বেসরকারি ঋণদাতা এইচডিএফসি ব্যাংক ঘোষণা করেছে ।

স্থায়ী আমানতের সুদের হার তারা বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই ব্যাঙ্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারা জানিয়েছে চলতি বছরের ২৪ জানুয়ারী থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এইচডিএফসি ব্যাংকে তরফ থেকে জানানো হয়েছে, ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্স ডিপোজিটের সুদের হার থাকবে ৩-৭%। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৩.৫০-৭.৭৫%।

সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার

মাত্র ১৫-১৮ মাসের স্থায়ী আমানতে ৭.৭৫% হারে সুদ পাওয়া যাচ্ছে ।

আরো খবর: ব্যা’প’ক হা’রে ছাঁটাই, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি খুঁ’ই’য়ে মা’থা’য় হাত কয়েক হাজার ভারতীয়র

ব্যাঙ্ক ৬ মাস থেকে ৯ মাসের জন্য খোলা  ফিক্সড ডিপোজিটে ৫.৭৫ শতাংশ হারে সুদ দেবে৷

ব্যাঙ্ক ১২ মাস থেকে ১৫ মাসের জন্য খোলা স্থায়ী আমানতে ৬.৬০ শতাংশ হারে সুদ দেবে।

এবার প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার।

প্রবীণ নাগরিকরা ৫ বছর থেকে ১০ বছরের স্থায়ী আমানতে ৭৫ বেসিস পয়েন্ট (bps) অতিরিক্ত সুদ পাবেন।

HDFC ব্যাঙ্কের সিনিয়র সিটিজেনস কেয়ার এফডি স্কিম প্রবীণ নাগরিকদের ৭৫ বেসিস পয়েন্ট (bps) অতিরিক্ত সুদ দেয় ।তবে এই নিয়ম বৈধ থাকবে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত।