সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পদ খা’লি’র বি’জ্ঞা’প’ন ব্যাংক অফ বরোদার, জেনে নিন আবেদনের খুঁ’টি’না’টি

বর্তমান দুর্মূল্যের বাজারে চাকরি প্রার্থীদের জন্য সুখবর শোনালো ব্যাংক অফ বরোদা। বিজনেস করেসপনডেন্ট সুপারভাইজার হিসেবে কর্মী নিতে চলেছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে গত ৭ই জুলাই ২০২১ তারিখে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ৭ই জুলাই থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২৩শে জুলাই ২০২১, আবেদনের শেষ তারিখ ধার্য হয়েছে।

ছত্তিসগড়ের ভিলাইয়ের ব্রাঞ্চের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ যারা মনোনীত হবেন তারা ছত্রিশগড়ে চাকরি করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে বি টেক (B.Tech), এম এসসি (M.Sc), এম বি এ (MBA/PGD) এবং এম সি এ (MCA) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে আরেকটি ঘোষণা করে জানানো হয়েছে, অলোক বাজপেয়ীকে (Alok Vajpeyi) ব্যাঙ্ক অফ বরোদার স্টেক হোল্ডার ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।

লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং ইন্সটিটিউট অফ চ্যাটার্ড অ্যাকাউন্ট থেকে পড়াশোনা করেছেন অলোক বাজপেয়ী। ৬০ বছর বয়সী এই ব্যক্তির কর্মজীবনে ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও অবশ্য অর্থনীতি, বিনিয়োগ, বিজনেস ম্যানেজমেন্ট এবং ফিনানসিয়াল সার্ভিসেও তার বিশেষ দক্ষতা রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদাও তাদের গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা দিতে সর্বদা তৎপর রয়েছে।

সম্প্রতি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে Facebook-এর এন্ড টু এন্ড এনক্রিপটেড চ্যাটিং অ্যাপ WhatsApp-এর মাধ্যমে পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। ব্যালেন্স চেক, চেক বুক রিকোয়েস্ট, মিনি স্টেটমেন্ট, চেক বুক স্টেটাস আপডেট প্রভৃতির সুবিধা এবার থেকে whatsapp-এ পেয়ে যাবেন গ্রাহক। বিজয়া ব্যাঙ্ক (Vijaya Bank) এবং দেনা ব্যাঙ্কের (Dena Bank) এর সঙ্গে সংযুক্তির ফলে ব্যাঙ্ক অফ বরোদা ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে।