সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চেকে কেন টা’কা’র অংক লেখার পর Only লেখা হয়? আসল কারণ জা’না আছে কি?

এমন অনেক ছোট ছোট বিষয় রয়েছে যা নির্দিষ্ট কারণে বানানো হয়েছে। আমাদের নিত্য প্রয়োজনীয় নানান শব্দ আমরা ব্যাবহার করে থাকি যেগুলো কি কারণে ব্যাবহার করছি তাই জানি না অনেকেই। সেরকমই একটি বিষয় নিয়ে আজ আলোচনা করা হবে এই প্রতিবেদনে। আমাদের ব্যাংকে টাকা তোলার ক্ষেত্রে অধিকাংশ মানুষই চেক ব্যাবহার করেন।

কিন্তু চেক লেখার সময় মোট টাকার পরিমাণ টা লেখার পর আমরা লিখে থাকি only, এই ওনলি শব্দটা কেনো লিখি আমরা নিজেরাই অনেকে জানি না। এই শব্দটা লেখার পিছনে নির্দিষ্ট কারণ আছে। আসলে Only শব্দটি লেখা হয় মূলত প্রতারণা আটকাতে।

Only শব্দটি লেখা থাকলে আপনাকে প্রতারিত করতে পারবে না কেউ। এটা বিশদে বলতে গেলে বলতে হয়, ধরুন আপনি কারও নামে ২৫ হাজার টাকার চেক কেটে দিলেন। টাকার অঙ্কে লিখলেন- thirty five thousand only. অর্থাৎ ৩৫ হাজার টাকার পর আর কেউ কোনও শব্দ বসাতে পারবে না এই Only শব্দটি থাকায়।

আরো খবর: বিএড পাশ করা প্রার্থীরাও চলতি টেটে অংশ নি’তে পারবেন, নি’র্দে’শ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের

ফলে আপনি প্রতারিত হবেন না। শুধু কথায় নয় সংখ্যাতেও একটি স্ল্যাস বা দাগ কেটে দিতে হয়। এটা করলে এর পরে আর কোনও অক্ষর বা শব্দ কেউ বসাতে পারবে না।

এই কারণ গুলির জন্য সংখ্যা লেখার পর স্লাস বা কথায় লিখে ওনলি শব্দটি ব্যাবহার করা হয় অধিকাংশ মানুষ এটি না জেনেই লিখে যান প্রতিটা চেকে, কিন্তু এই গুরত্বপূর্ণ বিষয় গুলি সকলেরই জানা জরুরী।