সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নভেম্বরের পরেও কি বিনামূল্যে রেশন পাওয়া যা’বে? কি বলছে কেন্দ্রীয় খাদ্য স’চি’ব?

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় গত মার্চ মাস থেকে দেশের প্রতিটি মানুষকে বিনা পয়সাতেই রেশন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ধাপে ধাপে রেশন দেওয়ার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। নভেম্বর মাসের পরে অবশ্য চলতি মেয়াদে শেষ হতে চলেছে। এরপরেও কি কেন্দ্রের তরফ থেকে বিনা পয়সায় রেশন মিলবে? কি বলছে কেন্দ্রের খাদ্য দপ্তর?

শুক্রবার খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে জানালেন বিনামূল্যে খাদ্য সরবরাহ করার এই প্রকল্প নভেম্বরের পরেও বাড়িয়ে দেওয়ার তেমন কোনও প্রস্তাব আসেনি কেন্দ্রের তরফ থেকে। করোনা মহামারী পরিস্থিতিতে সাধারণের কথা ভেবে এই যোজনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এক বছরেরও বেশি সময় ধরে প্রকল্প চলেছে।

করোনাকালে বিপাকে পড়েছিলেন গরীব মানুষেরা। তাদের মধ্যে অনেকেই নিজেদের উপার্জন হারিয়েছিলেন। তাদের কাছে ছিল না সঞ্চিত অর্থ। সেসব মানুষের কথা ভেবে ২০২০ সালের এপ্রিল-জুন মাসের জন্য লাগু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সেই স্কিমের সময়সীমা ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়।

কেন্দ্রীয় খাদ্য সচিব একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বর্তমানে দেশের অর্থনীতির গ্রাফ ধীরে ধীরে উঠছে। তাই এই মুহূর্তে আপাতত নভেম্বর মাসের পর বিনামূল্যে রেশন সরবরাহ করার যোজনা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই কেন্দ্রের।