সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কনিষ্ঠা আঙুলেই লু’কি’য়ে আ’ছে কোনো ব্যক্তির চারিত্রিক বৈ’শি’ষ্ট্য, জানুন কিভা’বে বুঝবেন

কোন ব্যক্তি যদি মন বুঝতে চান তাহলে তার চোখ দেখে বুঝতে হবে তার মন। কিন্তু অনেকেই চোখ দিয়েও মিথ্যা কথা বলতে পারে। তাই কোন ব্যক্তি ভালো না খারাপ তা বোঝার জন্য আপনাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। এখনকার সময় কোন মানুষই নিজের ব্যক্তিত্ব সহজে কারোর কাছে তুলে ধরতে চান না তাই কারোর চরিত্র সম্পর্কে সহজে বিচার করা যায় না। কিন্তু আজ আপনাকে এমন একটি পন্থা বলে দেবো যার মাধ্যমে আপনি সহজে মানুষের চরিত্র বিচার করতে পারবেন। আপনি কি জানেন আপনার হাতের কনিষ্ঠা দেখে আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া সম্ভব?

আপনার হাতের কনিষ্ঠাই আপনার চরিত্রের ব্যাপারে অনেক কিছু বলে দিতে পারি তবে সেটা পড়ার ক্ষমতা থাকতে হবে আপনাকেই। কারোর কনিষ্ঠা যদি অনামিকার গাঁটের নিচে অবস্থান করে তাহলে তারা বেশ আশা বাদী হন। আশাবাদী মানুষটা সহজেই নিজের শত্রুকে ক্ষমা করে দিতে পারে। তাদের সঙ্গে আগে যদি কিছু খারাপ হয়ে থাকে তবে সে কথা ভুলে যেতে পছন্দ করেন এই সমস্ত মানুষ। পুরনো কটু কথা ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে পছন্দ করেন এই মানুষরা।

তবে এমন চরিত্রের ফলে অনেক অসৎ ব্যক্তি সহজে এই সমস্ত মানুষদের প্রতারিত করে দিতে পারে। কারোর কনিষ্ঠা যদি অনামিকার গাঁটের সমান হয় তাহলে দেখবেন তারা একটু গম্ভীর এবং স্বল্পভাষী হয়। এই ব্যক্তিটা সহজে কোন কথা বলেন না এবং তাদের মুখ খুলতে অনেক সময় লাগে। এই ব্যক্তিরা নিজেদের বাইরে থেকে স্বাধীন এবং স্থির বুদ্ধি সম্পন্ন হিসেবে দেখান।

আরো খবর: ট্রেন স’ফ’রে যাত্রীদের জিনিসপত্র চু’রি হয়ে গেলো ক্ষতিপূরণ দে’বে রেল!

এই ব্যক্তিটা বেইমানি পছন্দ করেন না এবং স্পষ্টবাদী হন। নিজেদের পরিবার প্রিয়জনের জন্য সবকিছু করতে পারেন এনারা। কিন্তু স্বল্পভাষী এবং গম্ভীর হবার ফলে অনেকেই এনাদের অহংকারী বলে মনে করেন। কিন্তু যারা এই মানুষদের কাছাকাছি আসেন তারাই জানেন এনারা কতখানি খোশ মেজাজি মানুষের হন।

অনুষ্ঠা যদি অনামিকার ওপরেই শেষ হয় তাহলে সেই মানুষ খুব সৎ এবং সংবেদনশীল হন। এই মানুষটা নিজেদের প্রিয়জনকে অনেকটাই প্রাধান্য দিয়ে থাকেন। তবে বাইরে দুনিয়ার কাছে ঠিক উল্টোটাই দেখান এনারা। এই মানুষটা এমনই দেখিয়ে থাকেন যে তারা একা থাকতে পারেন কিন্তু এমনটা একেবারেই নয়। এরা যে কোনো কাজ বিশেষ মনোযোগ সহকারে করে। কাজ না হওয়া অবদি, সেই কাজে নিবেদিত থাকেন এই মানুষরা।