সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুবর্ণ সু’যো’গ দি’চ্ছে রেল, দশম শ্রে’ণী পাশ হলেই করতে পারবেন আবেদন, দি’তে হ’বে না পরীক্ষা

চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এবার শিক্ষানবিস পদের জন্য অসংখ্য শূন্য পদ জারি হয়েছে। প্রায় এক হাজার 33 জন শিক্ষানবিসকে এবার নিয়োগ করবে ভারতীয় রেল।

সাউথ-ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এই শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়েতে যারা চাকরি করতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ।

এই পদে আবেদন করার জন্য আইটিআই শংসাপত্র থাকতে হবে। মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে। 24 শে মে 2022 আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: মেয়ের বি’য়ে’র জন্য ঋণ, শো’ধ করতে ধা’র করে IPL-এ জু’য়া খে’লে সব হারিয়ে আ’ত্ম’ঘা’তী মা ও ছেলে

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। ওয়েল্ডার, টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, স্বাস্থ্য এবং স্যানিটারী ইন্সপেক্টর এবং মেসিনিস্ট ইত্যাদি পদের জন্য শূন্যপদ তৈরি হয়েছে।

মাধ্যমিকে 55 শতাংশ নম্বর পেলে তারা আবেদন করতে পারবেন। এন সি ভি টি বা এস সি ভি টি দ্বারা স্বীকৃত ‌ আইটিআই শংসাপত্র থাকতে হবে তাদের। প্রার্থীদের বয়স সর্বনিম্ন 15 বছর থেকে সর্বোচ্চ 24 বছর পর্যন্ত হতে হবে।

অনলাইন মোডেই কেবল চাকরিপ্রার্থীদের আবেদন গৃহীত হবে বলে জানানো হয়েছে। চাকরির সময় প্রার্থীদের প্রতিমাসের নির্দিষ্ট স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করার জন্য http://secr.indianrailways.gov.in ওয়েবসাইটে যেতে হবে।