সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পারদ না’ম’লো কিছুটা, শহর কলকাতার তাপমাত্রা ক’তো? ক’বে থেকে পড়বে শীত?

নভেম্বর মাসেও শীতের দেখা পাওয়া যায়নি, এমনকি ডিসেম্বরের শুরুতেও তেমন শীতের আভাস পাননি বঙ্গবাসী। কিন্তু হঠাৎ করেই যেন তাপমাত্রা নামতে শুরু করেছে ডিসেম্বরের মধ্যবর্তী সময়। তবে কি এবার জাকিয়ে শীত পড়তে চলেছে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর! এক ধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে তিলোত্তমার তাপমাত্রা। শুক্রবার এই মরসুমের শীতলতম দিন হিসেবেই গণ্য করা হয়েছে।

তবে আর কোন লুকোচুরি নয় এবার সত্যি সত্যি জমিয়ে শীত পড়তে চলেছে দুই বঙ্গে। দিন কয়েক আগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কথা শোনা গিয়েছিল। যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শীতল হাওয়া ঢোকার কোন বিপত্তি নেই। অর্থাৎ উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে রাজ্যে।

যদিও আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। যদিও দিন দুয়েক পরে আবারো হার কাপানো ঠান্ডা পড়বে। চলতি মাসের ১৫ তারিখের পর তাপমাত্রার পারদ অনেকখানি নেমে যাবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া প্রভৃতি জেলায় ব্যাপক ঠান্ডা পড়তে পারে।

আরো খবর: এই প্রথম প্র’কা’শ্যে আসলেন শ্রদ্ধার বাবা, আফতাবকে নি’য়ে করলেন বি’স্ফো’র’ক অ’ভি’যো’গ

এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তথা দার্জিলিং কালিম্পং কোচবিহারে তাপমাত্রা রয়েছে ৭ ডিগ্রির ঘরে। পাহাড়ে বেড়াতে গিয়ে চুটিয়ে ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরা। মহানগরই বা কম কিসে! দিনের বেলায় সূর্যের ঝলমলে আলোয় কিছুটা গরম অনুভূত হলেও রাতের বেলায় জমিয়ে শীতের আনন্দ চেটেপুটে ভোগ করছেন কলকাতা সহ দক্ষিণ বঙ্গবাসী।