সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়ের বি’য়ে’র জন্য ঋণ, শো’ধ করতে ধা’র করে IPL-এ জু’য়া খে’লে সব হারিয়ে আ’ত্ম’ঘা’তী মা ও ছেলে

ওড়িশার রায়গড়ে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। মা ও ছেলে একসাথে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সূত্রের খবর, বছর চারেক আগে মেয়ের বিয়ে দিয়েছিলেন ৫৫ বছরের এই প্রৌঢ়া। তখন বাজারে বেশ কিছু টাকা ধার করে ফেলেছিলেন।

আর সেই কারণেই কিছুদিন আগে থেকে তাঁকে পাওনাদাররা চাপ দিচ্ছিলেন টাকা ফেরত দেওয়ার জন্য। কিন্তু ঋণ শোধের কোনো উপায় পাচ্ছিলেন না ওই প্রৌঢ়া।

তাই আবার টাকা ধার করেন তিনি এবং তাঁর ২২ বছরের ছেলে। সেই টাকা দিয়ে আইপিএল ম্যাচে বাজি ধরেছিলেন। কিন্তু যে দলের উপর বাজি ধরেন তারা হেরে যায়।

আরো পড়ুন: অতি চালাকের গলায় দ’ড়ি, চিতাবাঘের স’ঙ্গে সেলফি তু’ল’তে গি’য়ে যা হলো ব্যক্তির

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বিষ খান মা ও ছেলে। পরদিন প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালেই মৃত্যু হয় ছেলের। তার কয়েক ঘণ্টা পর মা-ও মারা যান।

এ প্রসঙ্গে স্থানীয়দের বক্তব্য, বেশ কিছুদিন ধরে পাওনাদারদের উৎপাতে ওই মহিলা ও তাঁর ছেলে খুব মানসিক চাপে ছিলেন। পাওনাদাররা বাড়ি বয়ে এসে তাঁদের অপমান করেন, এমনকি তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়ারও চেষ্টা করা হয়।

আরো পড়ুন: নেপালের নাইট ক্লাবে রাহুলের সঙ্গিনী আ’স’লে কে? কার বি’য়ে’তে গিয়েছিলেন সোনিয়া পুত্র?

পরে পুলিশে জানাজানি করতে তাদের হস্তক্ষেপে বাড়িতে ঢোকেন বটে, কিন্তু পাওনাদাররা বাড়ির বেশ কিছু আসবাবপত্র নিয়ে চলে যান। এর পর নাকি ওই যুবক বেশ কিছু টাকা ধার করে মা-ছেলে মিলে আইপিএলে একটি ম্যাচে বাজি ধরেছিলেন।

কিন্তু সেই জুয়াতেও হার হয় তাঁদের। শেষমেষ আর কোনো উপায় না পেয়ে তাঁরা আত্মঘআতী হন। গোটা ঘটনাটির তদন্ত শুরু হয়েছে ওড়িশা পুলিশের তরফে।