সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইলেক্ট্রিক বিলের খরচ ক’মা’তে চান? ৫৯ টা’কা’য় এই লাইট ঘরে নি’য়ে আসুন

বর্তমান সময়ে বিভিন্ন জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্তের হেঁসেলে পড়ছে বিরাট রকম ভাবে টান। একদিকে যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তরতরিয়ে বাড়ছে, তেমনি অন্যদিকে বাড়ছে বিদ্যুতের খরচ।

একাধিক বৈদ্যুতিক জিনিস ব্যবহার করার ফলে দিনে দিনে বৈদ্যুতিক বিল এখন চরম আকার ধারণ করছে, যা মধ্যবিত্তের কাছে কষ্টদায়ক।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গিয়ে থাকলেও সেগুলি ব্যবহার করার ক্ষেত্রে রাস টানা যাবে না, তবে বিদ্যুৎ কম খরচের ব্যাপারে নতুন পন্থা অবলম্বন করা যেতেই পারে।

আরো পড়ুন: ফের ভ’য়া’ব’হ ট্রেন দুর্ঘটনা, ১৬ টি বগি লা’ই’ন’চ্যু’ত

গ্ৰীষ্ম কাল শুরুর সঙ্গে এখন বিদ্যুতের বিলও আসবে লম্বা-চওড়া। লাইটের সঙ্গে চলবে ফ্যান, এসি, কুলার ইত্যাদি। অনেকেই বিদ্যুতের বিল কমানোর জন্য লাইট বন্ধ করে রাখেন, কিন্তু শুধুমাত্র লাইট বন্ধ করে রাখলেই যে লাইটের বিলের পরিমাণ কমে যাবে তা কিন্তু একেবারেই নয়।

তবে লাইটের ক্ষেত্রে কম বিদ্যুৎ যাতে পোড়ে, সেইজন্যই অনেকেই এলইডি লাইট ব্যবহার করেন। তবে এলইডি লাইটের দাম বেশ চড়া, ১০০ টাকায় একটা বাল্ব। কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে এমন একটি বাল্বের কথা যেটা কিনা অন্যান্য বাল্বের থেকে কম দামে পাওয়া যাবে।

এই লাইটটি পাওয়া যাবে ই-কমার্স সাইট অ্যামাজনে। এই লাইটটির নাম ইকোস্পর্টস 5v.2 w পোর্টেবল ফ্লেক্সিবেল ইউএসবিডি এলইডি লাইট । এই ধরনের লাইট আপনি যেখানে খুশি রাখতে পারবেন, এমনকি এটি লাইট ল্যাম্প হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন।

কোথাও যদি নিয়ে যেতে হয় তাহলে সাথে করে নিয়ে যাওয়া যায়। এই লাইটে রয়েছে ইউএসবি পোর্ট, যেটি ল্যাপটপ ইউএসবি পোর্ট অথবা পাওয়ার ব্যাংক এর সঙ্গে কানেক্ট করা যায়।

যখন বিদ্যুৎ থাকবে সেই সময় পাওয়ার সকেটের মাধ্যমে এই লাইটটিতে আলো জ্বলবে এবং যখন বিদ্যুৎ থাকবে না সেই সময় পাওয়ার ব্যাংকের সঙ্গে কানেক্ট করে আলো জ্বালানো যাবে।

এই লাইটের দাম মাত্র ৫৯ টাকা। এছাড়াও রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট অফার। তাই দেরি না করে এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে নিয়ে আসুন এই প্রোডাক্টটি।