সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশী বিশ্বনাথ মন্দিরের চূ’ড়া’য় বাজ পরে! কিসের আ’শ’ঙ্কা?

গত পরশু অর্থাৎ ২৮ জুন মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরে বজ্রপাত হয়েছে। যদিও মূল মন্দিরে নয়, মন্দির চত্বরে অবস্থিত মান্ধাতেশ্বর মন্দিরের চূড়োয় বাজ পড়ে।

বিশ্বনাথধাম হল হিন্দুধর্মের অতি মাহাত্ম্যপূর্ণ একটি তীর্থস্থান। তবে জ্যোতিষ মতে, মন্দিরের চূড়ায় উত্তোলিত পতাকা ভেঙে পড়া বা মন্দিরের চূড়া ভেঙে পড়া অত্যন্ত অশুভ লক্ষণ।

তাই আশঙ্কা করা হচ্ছে যে বিশ্বনাথ মন্দিরে বজ্রপাত উত্তরপ্রদেশে ডেকে আনতে চলেছে কোনো বিপদ। গত বছর ১৩ জুলাই গুজরাতের দ্বারকাধীশ মন্দিরের চূড়ায় বাজ পড়ে মন্দিরের পতাকায় আগুন ধরে যায়। সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় মন্দিরের কয়েকটি দেওয়াল পুড়ে কালো হয়ে যায়।

বৃহত্‍ সংহিতায় উল্লেখ আছে, কোনো রাজ্যের মন্দিরের পতাকায় আগুন লাগা সেই রাজ্যের রাজা ও রানীর জন্য খুবই অশুভ ইঙ্গিত। আর সেই কথা প্রমাণও হয়েছে। ঘটনার কিছুদিন পরেই গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে নিজের পুরো মন্ত্রিসভা সুদ্ধ পদত্যাগ করেছিলেন।

আরো পড়ুন: জানেন কি এই সমাধির সামনে আসলেই জগন্নাথ দেবের রথ থে’মে যায়

আর তাঁর জায়গায় গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করা হয় ভূপেন্দ্রভাই প্যাটেলকে। তবে কি এবার উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনে কোনো খারাপ সময় আসতে চলেছে? সেই ইঙ্গিতই কি দিল কাশী বিশ্বনাথ মন্দিরের বজ্রপাত! তবে কি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি!

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্ম ১৯৭২ সালের ৫ জুন। উত্তরাখণ্ডের পাউরি হল তাঁর জন্মস্থান। সিংহ রাশির জাতক আদিত্যনাথ সম্প্রতি নির্বাচনে জিতে ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন। তবে নির্বাচন জেতার পরবর্তী পরিস্থিতিতে গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে গোটা উত্তরপ্রদেশ।

জ্যোতিষবিদদের মতে, বর্তমানে তাঁর জন্মছকে বৃহস্পতির অশুভ দশা চলছে, যা ১৫ অক্টোবর পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে শনির অশুভ দশা। যার ফলে তাঁকে সম্মুখীন হতে হবে নানান প্রতিকূল পরিস্থিতির।

বেকারত্বের সমস্যা ও বিরোধী দলগুলির আন্দোলনে সৃষ্টি হওয়া চরম রাজনৈতিক সংকটের কারণে যোগী আদিত্যনাথের গদি উল্টে যাবে না তো! আশঙ্কা কিন্তু ক্রমশ দানা বাঁধছে।