সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ভ’য়া’ব’হ ট্রেন দুর্ঘটনা, ১৬ টি বগি লা’ই’ন’চ্যু’ত

আরও এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকলো দেশ। পাঞ্জাবের রূপনগরের গুরুদোয়ারা পাথা সাহিবের কাছে লাইনচ্যুত হল পণ্যবোঝাই ট্রেনের ১৬ টি বগি।

রবিবার গভীর রাতের এই দুর্ঘটনায় উত্তর ভারতের রেল পরিষেবা ব্যাপক ব্যাহত হয়েছে। বাতিল করা হয়েছে দশটি দূরপাল্লার ট্রেন। যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত হওয়া বগি গুলির কাজ চলছে।

উল্লেখ্য, ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় ভয়াবহ স্মৃতি এখনও তাজা। ১৩ জানুয়ারি, গুয়াহাটিগামী ট্রেন বিকানির এক্সপ্রেসের একাধিক কামরা লাইনচ্যুত হয়। স্থানীয় বাসিন্দাদের কথায়, এদিন একটি বিকট শব্দ তাঁরা শুনতে পান।

এরপরেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান গুয়াহাটি-বিকানির এক্সপ্রেসের কয়েকটি কামরা উলটে গিয়েছে। ভেতরে আটকেছিলেন একাধিক যাত্রী। এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।