সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়া থেকে সামরিক স’র’ঞ্জা’ম আমদানিতে না, আগামী ৬ বছরে আত্মনির্ভর হ’বে ভারত

অনেক হয়েছে, বিদেশ থেকে সামরিক সরঞ্জাম আমদানি বন্ধ করতে চায় ভারত। ১০৭ রকমের সামরিক সরঞ্জাম রয়েছে, যার মধ্যে রাশিয়ার কিছু সরঞ্জাম উপস্থিত। অনেক তো হলো, আগামী কিছু বছরের জন্য এই সমস্ত সামরিক সরঞ্জাম আমদানির ক্ষেত্রে লাগাম টানতে চায় ভারত।

মোট কথা যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, ট্যাঙ্ক, মিসাইল, রাডার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম আমদানি নিষিদ্ধ করতে চায় ভারত। ভারতের লক্ষ্য রয়েছে ২০২২-২০২৮ সাল পর্যন্ত কোন ধরনের সামরিক সরঞ্জাম আমদানি করবে না ভারত।

প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে, এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ভারত সামরিক দিক থেকেও আত্মনির্ভর হতে চায়। ইতিমধ্যে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: লিটার প্রতি পেট্রোলের মূ’ল্য ২.৪৭ টা’কা বা’ড়’লো, জেনে নিন আজকের দা’ম

এই সিদ্ধান্ত নেওয়ার পরে প্রশ্ন ছিল তাহলে রাশিয়া থেকে আমদানিকৃত সামরিক সরঞ্জাম এর কি হবে? তবে অবশ্য ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে আরও বেশী স্পষ্ট হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ১০৭ টি ইউনিটের জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম তৈরি হবে ভারতে।

মোট কথা আগামী কয়েকটি বছর সামরিক সরঞ্জাম ভারত থেকে কিনতে হবে সমস্ত প্রতিরক্ষা বাহিনী কে। আগে ভারতের সংস্হা গুলো বিশেষ করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত ডায়নামিক্স লিমিটেড সহ বিভিন্ন দেশীয় কোম্পানি একদিন বিদেশ থেকে সামরিক সরঞ্জাম আমদানি করত।

আরো পড়ুন: বে’কা’র’ত্বে’র কারণে অবসাদে ভুগছিলেন যুবক, চিবুকে ব’ন্দু’ক ঠে’কি’য়ে সুইসাইড

কিন্তু এখন এসব অতীত। ভারত এখন পুরোপুরি আত্মনির্ভর হতে চায়, যার কারণে লাইট হেলিকপ্টার, লাইট কমব্যাট হেলিকপ্টার, লাইট ইউটিলিটি হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, রকেট, অ্যান্ট ট্যাঙ্ক মিসাইল সহ বিভিন্ন যুদ্ধসামগ্রীর উপকরণ ভারত আর আগের মতো বিদেশ থেকে আমদানি করবে না। দেশেই তৈরী করা হবে।।