সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SBI থেকে ১১ কোটি টা’কা’র কয়েন উধাও, তদন্ত শু’রু ক’র’লো CBI

এস বি আই থেকে প্রায় 13 কোটি টাকার কয়েন গায়েব হয়ে গিয়েছে! এই ঘটনার পরিপ্রেক্ষিতে এস বি আই কর্তৃপক্ষের চোখ কপালে উঠেছে। সম্প্রতি অনেক গোনাগুনি করে দেখা গিয়েছে মাত্র দুই কোটি টাকার কয়েন পড়ে রয়েছে।

বাকি 11 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিশেহারা ব্যাংক কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নেমেছে সিবিআই।

বিশিষ্ট সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রাজস্থানের মেহেন্দিপুর বালাজি এসবিআই শাখাতেই এই ঘটনা ঘটেছে। হিসেবে গরমিল দেখা দিয়েছে। যে কারণে ব্যাঙ্কে থাকা মোট কয়েনের গণনা করার সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন: কে’নো অক্ষয় তৃতীয়া এতটা গুরুত্বপূর্ণ? জেনে নিন বি’শ’দে

একটি প্রাইভেট সংস্থাকে গণনার বরাত দেওয়া হয়েছিল। এই সংস্থা সমস্ত কয়েন গুনে মোট কত অর্থ আছে তা বলে দেয়। তখনই চোখ কপালে ওঠে কর্তৃপক্ষের।

গণনার পর দেখা যায় বেশিরভাগ টাকাটাই গায়েব হয়ে গিয়েছে। এত টাকা হঠাৎ কোথায় গেল তার কোনো খোঁজ মিলছে না। উদ্ধার হওয়া দু’কোটি টাকা রিজার্ভ ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে।

তবে বাকি টাকা উদ্ধারে রাজস্থান পুলিশের দ্বারস্থ হয়েছিল ব্যাংক। তারপর আদালতে এই মামলা উঠেছে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল। তিন কোটি টাকার বেশি খোয়া গেলেই কেন্দ্রীয় সরকারি সংস্থার দ্বারস্থ হতে পারে ব্যাংক।

আদালতের নির্দেশে সিবিআই ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। রাজস্থান পুলিশে দায়ের হওয়া এফ আই আর এর নথি চেয়ে পাঠিয়েছেন গোয়েন্দারা। এই সংস্থার কর্মীদের হুমকির মুখে পড়তে হয়েছে বলে জানা যাচ্ছে। কারা এই কাজ করেছে এটা স্পষ্ট নয় বলে জানা যাচ্ছে।