সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমানে আছে বো’মা, মেসেজ আ’স’তে’ই খোঁজাখুঁজি শু’রু দমদম বিমানবন্দরে, ছড়িয়ে প’ড়’লো আ’ত’ঙ্ক

একটি ফোন কল আসার পরেই সর্তকতা জারি করা হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরে একটি ফোন আসে এবং সেই ফোনে জানানো হয় যে একটি বিমানে বোমা রয়েছে, এইরকম একটি ফোন আসার পরই গোটা বিমানবন্দর জুড়ে শুরু হয় তল্লাশি। গোয়েন্দারা অনুমান করছেন যে ফোনটি ভুয়া হতে পারে। কড়া নজরদারি কলকাতা বিমানবন্দরে চালানো হচ্ছে এবং সর্তকতা জারি করা হয়েছে এই রকম একটি ফোনকে ঘিরে।

নিরাপত্তারক্ষীদের এরকম তল্লাশি দেখার পরেই সাধারণ যাত্রীরা যথেষ্ট ভয় পেয়ে গেছেন। খবর সূত্রে জানা গেছে যে, রবিবার দিন সকালে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি এসএমএস আসে মিলিটারির লিয়াজো ইউনিটের তরফ থেকে এবং সেখানে জানা যায় যে দুবাই থেকে আসা একটি ফ্লাই এমিররেটসের বিমানে রয়েছে বোমা।

৮ টা ১০ মিনিটে দুবাই থেকে বিমানটি আসে দমদম বিমানবন্দর, তারপরে শুরু করা হয় তল্লাশি, যদিও তল্লাশি করার পর কোন কিছুই পাওয়া যায়নি। তবে এই সম্পূর্ণ ব্যাপারটিকে ঘিরে তল্লাশি চালানো হচ্ছে । আগেই গ্রেপ্তার করা হয়েছিল ৩ জেএমবি জঙ্গিকে এবং তাদের বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসাবাদ করা চলছে।

এরকম একটি পরিস্থিতিতে বিমানে বোমা রাখা সম্পর্কে যখন একটি খবর আসে, তখন এই খবরটিকে সাধারণভাবে নেয়নি বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই বিমানের যাত্রীরা বোমা আতঙ্কে ভয় পেয়ে গিয়েছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্ত যাত্রীদের নিরাপদ জায়গাতে নিয়ে যান। তবে এই রকম একটি ঘটনার পর বিমানবন্দর সমেত সমস্ত বিমানে যথেষ্ট নিরাপত্তা দেওয়া জোরালো করা দরকার বলেই জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।