সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাওড়ার বে’শ কিছু অ’ঞ্চ’ল জ’ল’ম’গ্ন, রু’ট পরিবর্তন বে’শ কয়েকটি দূরপাল্লার ট্রে’নে’র, জানুন

হাওড়া ও তার পার্শ্ববর্তী এলাকা বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টি কার্যত ভসেছে । দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও এখনই বর্ষার প্রস্থানের লক্ষণ নেই। বরং রবিবারে রবির তেজের পাশাপাশি আংশিক মেঘলা আকাশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। হালকা দু-এক পশলা বৃষ্টি কলকাতা-সহ গাঙ্গেয়বঙ্গে। তবে প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জলের তলায় বেশ কিছু ট্রেন লাইন রয়েছে। আর দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির ফলে বেশ কিছু দূরপাল্লা ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। রবিবার বদলে গিয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট।

১. যশবন্তপুর স্পেশাল হাওড়ার পরিবর্তে শালিমার থেকে ছাড়বে

২. সাঁতরাগাছি থেকে ছাড়বে হাওড়া-হায়দরাবাদ স্পেশাল

৩. খড়গপুর থেকে ছাড়বে হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল

৪. সাঁতরাগাছি থেকে ছাড়বে হাওড়া-মুম্বই CSMT স্পেশাল

শুক্রবারও দক্ষিণ-পূর্ব রেলের ১২টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছিল। হাওড়া-মুম্বই বিশেষ এক্সপ্রেস ট্রেন হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়া হয়েছিল।