সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ফে’র নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে যে’তে নি’ষে’ধ করলো হাওয়া অফিস

বঙ্গোপসাগরে একের পর এক নিন্মচাপ, এবার ফের এক নতুন নিন্মচাপের দেখা , আগামীকাল অর্থাৎ ১০ নভেম্বর থেকেই নাকি নিন্মচাপের প্রভাব পরতে চলেছে উপকূল অঞ্চলে, যেটা ইতিমধ্যেই জানিয়েছে মৌসম ভবন। ৪৫-৫৫ কিমি বেগে বইবে ঝড়, কিন্তু এই গতিবেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে আর সেটা ৬৫ কিমি প্রতি ঘন্টাও হতে পারে।

বিশেষ করে তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ উপকূলে দারুণ প্রভাব পরবে, ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করা হয়েছে।মতসজীবীদের সমুদ্রে যাওয়া বারণ করে দেওয়া হয়েছে। সাইক্লোনিক সার্কুলেশন এখনো কিন্তু বঙ্গোপসাগরের ওপরেই বিরাজমান, দক্ষিন পশ্চিম বঙ্গোপসাগরে সহ সন্নিহিত ভারত মহাসাগরেও এই নিন্মচাপ বিরাজমান রয়েছে।

তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, রায়লসীমা, অন্ধ্রপ্রদেশে ১১ ও ১২ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পশ্চিম ভারতও বাদ পরছে না, কারণ পাঞ্জাব হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি সমত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজস্থানের পশ্চিম ও পূর্ব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: Instagram-এ ছবি-ভিডিও পোস্ট করেই EMI দিই! য’ত লোক দেখবে তত উ’পা’র্জ’ন: জাহ্নবী

এদিকে কলকাতার কথা যদি বলতে হয় তাহলে দেখা যাবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, রাতে আবার তাপমাত্রা ২০ র নিচে নেমে যায়। এখনি শীত জাকিয়ে পরার সম্ভাবনা নেই বঙ্গে, যার কারণেই বেলা বাড়ার সাথে সাথেই শীত উধাও।