সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’বৈ’ধ’ভা’বে বো’মা বাঁ’ধ’তে গি’য়ে বি’স্ফো’র’ণ! নি’হ’ত ৭

অ'বৈ'ধ'ভা'বে বো'মা বাঁ'ধ'তে গি'য়ে বি'স্ফো'র'ণ! নি'হ'ত ৭

বিহারের ভাগলপুরে বোমা বি’স্ফো’র’ণে প্রাণ হা’রা’লে’ল অ’ন্ত’ত সাত’জন। যদিও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি জ’খ’মে’র খবরও বহু। ম’র্মা’ন্তিক এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বো’মা বাঁধার সময় এহেন বি’স্ফো’র’ণের ফলে পুলিশের নজরদাড়ির ওপর এবার আঙুল উঠেছে। কিভাবে পুলিশের চোখ এড়িয়ে অবৈধভাবে এই বো’মা’ বাঁ’ধা’র কাজ চলছিল, এই বিষয়কে কেন্দ্র করে এলাকায় ধু’ন্ধু’মা’র অবস্থা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় আচমকা এক প্র’চ’ণ্ড শব্দে বি’স্ফো’র’ণটি ঘটে। এই অস্বাভাবিক শব্দে এলাকাবাসীরা ভয় পেয়ে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে বিস্ফো’র’ণে’র ভয়ঙ্কর শব্দ প্রায় ১৫ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। প্রায় ২-৩টি বাড়ি চোখের নিমেষে কার্যত ধূলিসাৎ হয়ে গেছে।

বিস্ফোরণের খবর পাওয়ামাত্রই ভাগলপুর রেঞ্জের ডিআইজি সুজিত কুমার, ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বাবু রাম-সহ বেশ কয়েকজন শীর্ষস্তরের পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছোয়। এছাড়া ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে বিস্ফোরণ সম্পর্কিত যাবতীয় তথ্যের খোঁজ চালাচ্ছে ফরেনসিক টিমের আধিকারিকরা। এ প্রসঙ্গে ডিআইজি সুজিত কুমারের বক্তব্য, একটি বাড়িতে যখন অ’বৈ’ধ’ভা’বে বো’মা’ বাঁ’ধা’র কাজ চলছিল, ঠিক তখনই এই বিস্ফোরণটি ঘটে এবং তাতেই সাতজন মা’রা যান। এছাড়া প্রচুর মাত্রায় ক্ষয়ক্ষতিও হয়েছে। পাশাপাশি জ’খ’ম’ও হয়েছেন অনেকজন। আ’হ’ত’দের স্থানীয় মায়াগঞ্জ হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে আরও বেশ কয়েকজনের প্রা’ণ’হা’নি হতে পারে।

সাতজন নি’হ’ত’দের মধ্যে মাত্র ২জনকে শনাক্ত করা গেছে। তাঁরা হলেন ষাট বছর বয়সী গণেশ প্রসাদ সিং এবং পঁয়ষট্টি বছর বয়সী ঊর্মিলা দেবী। বাকিদের দেহ শনাক্ত করণের অবস্থায় নেই। বি’স্ফো’রণে আ’হ’ত হয়েছেন নবীন মণ্ডল, আয়েশা কুমারী, সোনি কুমার, রিঙ্কু কুমার শাহ, রাহুল কুমার, বৈষ্ণবী এবং জয়া। প্রত্যেকেরই বয়স কমবেশি ৩০-৩২ বছর। জানা যাচ্ছে আ’হ’ত’দের মধ্যে চারজনের অবস্থা খুবই সঙ্ক’ট’জ’ন’ক।