সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাসচিব পদই কি উ’ঠে যাবে? বা’ড়’ছে জ’ল্প’না

পার্থ চট্টোপাধ্যায়কে তিন দফতরের মন্ত্রিত্ব থেকে শুরু করে দলের সমস্ত পদ থেকে রাতারাতি ছেঁটে ফেলা হয়েছে। তবে এখানেই শেষ নয়। পার্থ বিদায়ের পর এবার নয়া গুঞ্জন ঘাসফুলের অন্দরে।

অনেকেই মনে করছেন পরবর্তী মহাসচিব বাছাইয়ের পথে আর হাঁটবেই না জোড়াফুল। এই কোটি কোটি টাকার উথালে ঢেউয়ের ধাক্কায় কার্যত টালমাটাল বঙ্গের শাসকশিবির।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলে মহাসচিব পদটা আলঙ্কারিক। শুনতে গুরুগম্ভীর হলেও বিশেষ কোনও কার্যকারিতা নেই। ১৯৯৮ -এ পয়লা জানুয়ারি তৃণমূলের কংগ্রস প্রতিষ্ঠার পর দলীয় সংবিধানেও এই তকমার কোনও উল্লেখ ছিল না।

আরো পড়ুন: আফ্রিকায় পাওয়া গেলো বি’রা’ট ও বিরল গোলাপি হিরে! কত দা’ম হবে?

পার্থ চট্টোপাধ্যায়কে মমতার সিদ্ধান্তেই মহাসচিব করা হয় । তবে এবার কঠোর পথে হাঁটতে চলেছে তৃণমূল নেতৃত্ব। দলের অন্দরেই জোর গুঞ্জন, তৃণমূলে মহাসচিব পদটাই আর থাকবে না।