সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবিশ্বাস্য! “সুপারমডেল” রোবট চা’লু হ’চ্ছে হোটেলে, ক্যাফেতে সা’র্ভ করবে চা-কফি

প্রযুক্তি এবং আধুনিকতা দিক থেকে সব সময় অন্যান্য শহরে তুলনায় কয়েক ডিগ্রি এগিয়ে থাকে দুবাই। এবার দুবাইতে তৈরি হয়েছে এক আশ্চর্য হোটেল। কেন আশ্চর্য বলছি জানেন! কারণ এই হোটেলে নেই কোন মানুষ। অতিথিদের খাবার পরিবেশন থেকে শুরু করে বিল নেওয়া সবটাই করবে এক রোবট সুন্দরী।

সুন্দর সুপার মডেলরা থাকবেন গেস্টদের আপ্যায়ন করবার জন্য। যন্ত্র চালিত মহিলার রোবট সঙ্গ দেবেন হোটেলে আসা অতিথিদের। দুবাইয়ের একটি বড় ক্যাফে। সেখানে এবার মহিলার রোবটদের দেখা মিলবে। শুধু মহিলা নয় দারুণ সুন্দরী রোবট। দৈনন্দিন জীবনযাত্রায় প্রযুক্তির উন্নতি সাধন করে এই অত্যাধুনিক ব্যবস্থা করতে চলেছে দুবাইয়ের ক্যাফে।

এই ক্যাফের উদ্যোক্তারা জানিয়েছেন সুপার মডেল রোবটের উপাদান গুলি রাশিয়া থেকে আমদানি করা হবে। সুপার মডেল রোবটের নাম রাখা হবে রোবো সি ২। এবং এর নির্মাণ কার্যের দায়িত্বে থাকবে রোবটিক্স কোম্পানি আরডিআই রোবটিকস। তবে শুধুমাত্র মহিলারাই নয়, পুরুষ রোবটরাও থাকবেন এখানে।

আরো খবর: অনুব্রত-র গলা টি’পে ধ’রা নিয়ে মুখ খুললেন মা’ম’লা করা শিবঠাকুর

যদিও তাদের সংখ্যাধিক্য কম। সুপার মডেল একটি রোবটকে নিখুঁতভাবে নির্মাণ করছেন নির্মাতারা। রোবটটি মহিলাদের মতন স্নেহশীলা এবং কোমল হৃদয়ের হবে। মডেলদের মতো শুধু তাকে দেখতেই নয় কাজেও সে হবে নিপুনা। মানুষের আবেগ অনুভূতি বোঝবার জন্য বিশেষ সফটওয়্যার থাকবে তার মধ্যে।

গ্রাহকরা কি চাইছেন তা নিমেষের মধ্যে মুখ দেখে বুঝতে পারবে রোবট। কাস্টমারদের সঙ্গে কথাবার্তাও বলবে। দুবাইয়ের এই ক্যাফেটির ব্যাপারে ইন্টারনেটে সার্চ করতে আরম্ভ করে দিয়েছেন বিশ্বের অধিকাংশ মানুষ। দুবাইতে যাওয়ার সৌভাগ্য হলে অবশ্যই ঘুরে আসবেন এই ক্যাফে থেকে।