সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনুব্রত-র গলা টি’পে ধ’রা নিয়ে মুখ খুললেন মা’ম’লা করা শিবঠাকুর

তিনি বীরভূমের বাঘ। নিজেই বলতেন তার একটা হুংকারে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেই অনুব্রত মণ্ডল এখন শ্রীঘরে। তার সেই দাপট কমে গিয়েছে। গরু পাচার কয়লা পাচার এমন কি খুনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।

বীরভূমের দুবরাজপুরের বালিগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মুখ খুললেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তার নাম শিব ঠাকুর মন্ডল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলীয় কার্যালয়ের ভেতর তার গলা টিপে ধরেছিলেন অনুব্রত। যদিও তাকে এক পুলিশের পোশাক পরা এক নিরাপত্তা রক্ষী।

রাজ্য পুলিশের সামনেই অনুব্রত গলা টিপে ধরেছিলেন শিব ঠাকুরের। তার বিরুদ্ধে এবার কেস করেছেন তিনি। নিরাপত্তা রক্ষীর নাম রয়েছে সেই কেসে। যে সময় তার গলা চেপে ধরেছিলেন অনুব্রত তখন বাইরে তার সমর্থকরা কোলাহল করছেন। চিৎকার করে শিব ঠাকুর অনুব্রতকে বলেছিলেন আমাকে ছেড়ে দিন।

আরো খবর: শরণার্থীদের নাগরিকত্ব পেতে নি’য়’মে শি’থি’ল’তা, সিটিজেনশিপ পোর্টাল স’হ’জ ক’র’তে চলেছে কেন্দ্র

এরপরেই শিব ঠাকুর জানান তিনি প্রতিবাদমুখী ছিলেন। অন্যায় করলে তার প্রতিবাদ করেন। তাই তার গলা টিপে ধরেছিলেন অনুব্রত মণ্ডল। যাতে তার কন্ঠ রোধ করা যায় এমনটাই দাবি শিব ঠাকুরের।

রাজ্য পুলিশের সামনেই একপ্রকার খুনের চেষ্টার অভিযোগ! শিব ঠাকুর জানান সম্ভবত রাজ্য পুলিশ ছিলেন অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী। তার সামনে অন্যায় করলেও কিছু বলবার থাকে না।

কেবলমাত্র ক্ষমতার দম্ভেই নাকি মারমুখি হয়ে উঠেছিলেন অনুব্রত। এমনটাই দাবি করেছেন শিব ঠাকুর মন্ডল। এখন অনুব্রত জেলে। তবুও শিব ঠাকুর মন্ডলের আর্জি উপযুক্ত শাস্তি যেন হয় লোকটার।