সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আফ্রিকায় পাওয়া গেলো বি’রা’ট ও বিরল গোলাপি হিরে! কত দা’ম হবে?

আফ্রিকার অ্যাঙ্গোলা তে মিলল গোলাপি হিরে। সূত্রের খবর, গত তিনশো বছরের মধ্যে এমন বড় আকারের হিরে উদ্ধার হয়নি। এখন হিরেটির ওজন ১৭০ ক্যারেট।

হিরে সমৃদ্ধ দেশ মধ্য আফ্রিকার অ্যাঙ্গোলা । সেই দেশের উত্তর-পূর্ব এলাকা হিরের জন্য বিখ্যাত। সংবাদ সংস্থা সূত্রের খবর, সেখানেই লুলো খনি থেকে মিলেছে এমন হিরে।

খনির নামের সঙ্গে মিল রেখেই, হিরেটির নাম দেওয়া হয়েছে লুলো রোজ। একটি বিবৃতিতে ওই খনি যাঁরা পরিচালনা করে সেই সংস্থা লুকাপা ডায়মন্ড কোম্পানি হিরেটি নিয়ে জানিয়েছে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নি’য়ো’গে আরো এক রঞ্জনের খোঁ’জ মি’ল’লো! তিনি আবার সৎ নন

তাদের তরফে দাবি করা হয়েছে যে লুলো রোজ এখনও পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে বড় আকারের গোলাপি হিরেগুলির মধ্যে একটি।

ওই খনির অন্যতম অংশীদার অ্যাঙ্গোলার সরকার। এই আবিষ্কারে খুশি সরকারও। সূত্রের খবর, এই হিরেটি একটি টাইপ টু এ হিরে এই ধরনের হিরে সবচেয়ে দামি হয়ে থাকে।

সবচেয়ে শুদ্ধ হিরে হয় এগুলি। প্রাকৃতিক ভাবে যত হিরে পাওয়া যায় তার মাত্র ২ শতাংশ এই ধরনের হিরে হয়।