সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে কি জা’য়’গা করে নিয়েছে মাকড়সার জা’ল? আজই করুন পরিষ্কার

প্রত্যেকবারই যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেই বাড়িতে লক্ষ্মীর বাস হয়। জ্যোতিষশাস্ত্র মতে, যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সেই বাড়িতে লক্ষ্মী ঠাকুর আসে। বাস্তুশাস্ত্র মতে ওই একই কথা বলা হয়।

বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে পরিচ্ছন্নতার অভাব দেখা দিলে নেতিবাচক শক্তি দেখা যায় সেই বাড়িতে। ফলে পরিবারের সদস্যরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।

অপরিষ্কার বাড়িতে সব সময় দেখা যায় মাকড়সার জাল। আলস্যের কারণে এই জাল পরিষ্কার আমরা অনেকেই এড়িয়ে যাই। কিন্তু জেনে রাখা ভালো, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে এই মাকড়সার জালকে অশুভ বলে মনে করা হয়।

আরো পড়ুন: বিজেপির প্রচারকদের তা’লি’কা থেকে উধাও লকেটের না’ম, তবে কি বা’ড়’ছে দূরত্ব?

ধর্মীয় ধারণা অনুযায়ী এই মাকড়সার জাল ভীষণভাবে অশুভ শক্তির প্রতীক। আবার অনেকেই মনে করেন মাকড়সার জাল বাড়িতে বাস্তুদোষ উৎপন্ন করতে সাহায্য করে। বাড়িতে মাকড়সার জাল থাকলে অসুস্থতা এবং নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানানো হয়।

এর প্রভাবে পরিবারের সদস্যরা সবসময় অলস এবং খিটখিটে মেজাজের হয়ে থাকেন। ব্যক্তির মস্তিষ্ক ঠিক ঠাক কাজ করে না। জীবন হয়ে ওঠে জটিল। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে মাকড়সার জাল। অন্যদিকে মাকড়সার জালের কারণে পারিবারিক জীবনে অবসাদ দেখা যায়।

অর্থ সঞ্চয় না হওয়া অথবা বেশি ব্যয় হয়ে যাওয়ার পেছনে মাকড়সার জাল বিশেষ ভাবে দায়ী। বাস্তুশাস্ত্র মতে যে বাড়িতে মাকড়সার জাল থাকে সেই বাড়ির সদস্যদের কোনদিন সফলতা আসে না।

আরো পড়ুন: সত্যিই কি Unlucky 13? কেন এই সং’খ্যা’কে অশুভ ধ’রা হয়? জানুন ইতিহাস

আবার সাফল্যের দিকে এগিয়ে যাওয়া অনেক কাজ ভেস্তে যায় অচিরেই। শুধু প্রাপ্তবয়স্ক নয়, বাচ্চাদের মনকে প্রভাবিত করে এই মাকড়সার জাল। এই কারণে বাড়িতে মাকড়সার জাল থাকলে তা পরিষ্কার করে ফেলা উচিত।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে বাড়িতে মাকড়সার জাল থাকে সেই বাড়িতে এমনভাবে মাকড়সার জাল গুণন করা হয় যার ফলে নেতিবাচক শক্তি একত্রিত হয়ে যায়।

দাম্পত্য কলহ এবং রোগভোগ চলে আসে এই মাকড়সার জালের কারণে। পরিবারে সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যায় এবং আর্থিক অবস্থা দুর্বল করে দেয় তাই সর্বদা আপনি আপনার বাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করুন সবসময়।