সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ব্য’র্থ ষড়যন্ত্র, ভারতের হু’ম’কি’তে ময়দান ছে’ড়ে পা’লি’য়ে বাঁ’চ’লো পাকিস্তান

ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব যেন শেষ হওয়ার নয়। ভারতের ওপর আঘাত হানার জন্য বরাবর পাকিস্তান জম্মু কাশ্মীরকেই বেছে নেয়। আরও একবার সেই জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতের কাছে পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ হল। পাকিস্তানি রেঞ্জার্সরা কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় অবৈধ নির্মাণ করছিল। যা মূলত আইনবিরুদ্ধ কাজ। খবর পাওয়ার সাথে সাথেই ভারতীয় সেনাবাহিনী সেখানে গিয়ে পাকিস্তানি রেঞ্জার্সদের কড়া হুঁশিয়ারি দেয়। ভারতীয় সেনাবাহিনীর কড়া মনোভাবের কারণে পাকিস্তানি রেঞ্জার্স অবৈধ নির্মাণ বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে এক সেনা অফিসারের বক্তব্য, “প্রোটোকল হিসেবে এই জায়গায় কিছু বানানোর অনুমতি নেই, এই কারণে তাঁদের নির্মাণ অবৈধ এবং উস্কানিমূলক। প্রোটোকল অনুযায়ী, অন্য পক্ষকে LOC-র আশেপাশে নির্মাণ করার আগে জানাতে হয়। যা পাকিস্তান এই ক্ষেত্রে করেনি। আমরা আগেই দুই-তিনবার এই কাজ বন্ধ করার জন্য ভালোমতো বলেছিলাম। কিন্তু ওঁরা আমাদের কথায় কান দেয়নি। এবারে পাকিস্তানি রেঞ্জার্সদের এই কথা ভালমতো বুঝিয়ে দেওয়ার পর তাঁরা সেই কাজ বন্ধ করে দেয় এবং সেখান থেকে চলে যায়।”

স্থানীয় পুলিশি প্রশাসন জানিয়েছেন, “পাকিস্তানি রেঞ্জার্সরা নিয়ন্ত্রণ রেখায় নিজেদের দিকে প্রায় ৫০০ মিটার দূরে অবৈধ নির্মাণ শুরু করেছিল। সেনার হুঁশিয়ারির পর তাঁরা সেই কাজ বন্ধ করতে বাধ্য হয় এবং সেখান থেকে চলে যায়। যদিও, পাকিস্তানিরা সেখানে কোনওরকম বাঙ্কার বানাচ্ছিল কিনা বা তাদের অন্য কোনও পরিকল্পনা ছিল কিনা একথা এখনও জানা যায়নি।”