সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশেও এবার যুদ্ধ বাঁ’ধ’বে! স্যাটেলাইট ন’ষ্ট করতে লেজার রশ্মির ব্যবহার, অ’স্ত্র আনছে চীন

এবার নাকি যুদ্ধ হবে মহাকাশে, সেই প্রস্তুত নিচ্ছে এবার বিভিন্ন দেশ। যার মধ্যে চিনের নাম এবার উঠে এসেছে। ইতিমধ্যেই চিনের গবেষকেরা নাকি বানিয়ে ফেলেছে মাইক্রোওয়েভ মেশিন, যা কিনা সহজেই ধ্বংস করে দিতে পারে মহাকাশের উপগ্রহকে।

যন্ত্রটির নাম নাকি রিলেটিভিস্টিক ক্লিস্ট্রন অ্যামপ্লিফায়ার। এশিয়া টাইমসের মাধ্যমে খবরটি প্রকাশ করেছে তাইওয়ান নিউজ। যন্ত্রটি এত শক্তিশালী যেট কিনা ৫-মেগাওয়াট পরিমাপের একটি তরঙ্গ বিস্ফোরণ তৈরি করতে সক্ষম। তবে জানা গেছে এই যন্ত্রটি ভূমি থেকে মহাকাশের কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে একেবারেই সক্ষম নয়।

তবে হ্যা উপগ্রহে এটি মাউন্ট করা যেতে পারে। যার ফলে সেখান থেকে শত্রু পক্ষের স্যাটালাইটকে সহজেই ধ্বংস করতে সক্ষম। শত্রু পক্ষের স্যাটালাইটের সংবেদনশীল ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ পুড়িয়ে ফেলা সম্ভব। তবে এই নিয়ে চিন কিছু অমত প্রকাশ করেছে। তারা জানিয়েছে রিলেটিভিস্টিক ক্লিস্ট্রন অ্যামপ্লিফায়ার হল ডাইরেক্টেড এনার্জি ওয়েপন।

এই নিয়ে চিনের এক গবেষক জানিয়েছেন, এই যন্ত্রটিকে সহজেই অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে ভূরাজনৈতিক সীমানা নিয়ে দেশের মধ্যে যে রেষ্রেষি। সময়ের সাথে সাথে সেটা মহাকাশ নিয়েও শুরু হবে। যার জন্যই নিজেদের ক্ষমতা প্রদর্শন করার জন্যই এই ধরনের চিন্তাভাবনা।

অনেক আগের থেকেই রাশিয়ার সাথে মিলে পশ্চিমা দেশ গুলো মহাকাশে কাজ করে চলেছে। তবে সেই রূপ এখন পালটে যাবে বলেই মনে করা হচ্ছে। বর্তমান সময়ে প্রযুক্তি গত উন্নতির মূলে রয়েছে মহাকাশের স্যাটালাইট। এর দ্বারাই এক কথায় সমস্ত কিছু করা সম্ভব হচ্ছে। এবার সেখানেও যদি যুদ্ধ বাঁধে তাহলে আগামী পৃথিবী কেমন আকার ধারণ করবে তা বলা মুশকিল।।