সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শাশুড়িকে দেখলেই কি বু’ক ধড়পড় করে? এই ভয়ের নাম কি জা’না আছে কা’রো?

হিন্দি এবং বাংলা টেলিভিশনে কার্যত শাশুড়ি এবং বৌমার মধ্যে সাপে-নেউলে সম্পর্ক দেখানো হয়। যেখানে দেখা যায় দজ্জাল শাশুড়ির হাতে পড়ে বৌমার জীবন ওষ্ঠাগত। বাস্তবেও অনেকের মনের মধ্যে এই ভয়টা থেকে যায়।

বিয়ের পর শাশুড়ি কেমন হবেন সে সম্পর্কে চিন্তায় থাকেন মেয়েরা। শাশুড়িকে নিয়ে এই যে ভয় তারা একটা নির্দিষ্ট নাম রয়েছে। জানেন কি সেই নাম?

শাশুড়িকে ভয় পাওয়ার জন্য নির্দিষ্ট যে নামটি রয়েছে তাকে বলা হয় পেনথেরাফোবিয়া। গ্রীক ভাষায় পেনথেরা শব্দের অর্থ হলো শাশুড়ি। ফোবিয়া শব্দের অর্থ হলো ভয়।

আরো পড়ুন: বিশ্বের বৃহত্তম গাছ! দ’খ’ল করে রেখেছে ২০০ কিমি এলাকা, অ’বা’ক হ’চ্ছে’ন তো?

শাশুড়িকে ভয় পাওয়া কিংবা পছন্দ করার বিষয়টিকে এই নামে উল্লেখ করা হয়। অতীতের কোনো ভয় বা লজ্জাজনক ঘটনার কারণে মনে আতঙ্ক হয়।

এক্ষেত্রে মাত্রাতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ দেখা যায়। অনেকেই সামাজিক ক্ষেত্রে নিজেকে গুটিয়ে রাখেন। লাজুক প্রকৃতির হয়ে পড়েন। এ সমস্যার কিছু লক্ষণ রয়েছে যা দেখে বোঝা যায়। যেমন অনেকে শাশুড়ির উপস্থিতিতে আতঙ্কিত হন।

অনেকে ঘেমে যান। কারো কারো ক্ষেত্রে আবার রক্তচাপ বেড়ে যায়। বমি ভাব, গা গোলানো, কাঁপুনি, পেট ব্যথাও এর অন্যতম লক্ষণ। অনেকে আবার শাশুড়ির উপস্থিতিতে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। এই সমস্যা দেখা দিলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।