সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছেলে ও মেয়েদের কোমরে থা’কা তিল বিপরীত হিসেবে কা’জ করে! জেনে নিন পু’রো বি’ষ’য়

শরীরের বিভিন্ন স্থানে তিল থাকার অর্থ ভিন্ন। শরীরে তিলের অবস্থান কোনো মানুষের প্রকৃতি সম্বন্ধে ইঙ্গিত দেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শরীরে তিলের উপস্থিতি থেকে মানুষের আচার, ব্যবহার জানতে পারা যায়। শরীরের মোট তিলের সংখ্যা ১২টার বেশি হওয়া ভাল। মানবদেহ সৃষ্টির সময় তাঁর তিল তৈরি হয়ে গেলেও জন্মানোর বেশ কিছু দিন পরে তিল দেখা যায়।

পুরুষ বা মহিলার কোমরে তিল থাকার অর্থ জানেন কি! চলুন তাহলে দেখে নেওয়া যাক –

>> পুরুষদের কোমরে তিল থাকলে কী হয়

• কোমরে তিল আছে এমন পুরুষ পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।

• এঁরা খুবই বন্ধুপ্রিয়।

• পুরুষদের কোমরের বাম দিকে তিল থাকলে তাঁদের বাড়ির কারও অসুস্থতার কারণে সর্বদা চিন্তায় থাকতে হয়।

• কোমরে তিল থাকলে মানুষের মন খুব অশান্ত থাকে এবং জীবনে নানা সমস্যা সবসময় লেগে থাকে।

>> মহিলাদের কোমরে তিল থাকলে কী হয়—

• জীবনে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পান এঁরা।

• এঁদের জীবনে অর্থের অভাব থাকে না বললেই চলে।

• যেহেতু এঁরা বিলাসিতার সঙ্গে জীবন যাপন করতে পছন্দ করেন তাই এরা বিলাসিতার জন্য ব্যয় করতে খুব পছন্দ করেন।

• কোমরে তিল রয়েছে এমন মহিলা জীবনে প্রেমের দিকে তাঁরা অত্যন্ত সুখী হন। এরা খুব রোম্যান্টিক প্রকৃতির হন।