সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবথেকে ছোট কুকুর এটি, রিমোটের থেকেও আ’কা’রে ছোট! গিনেজ বু’কে উ’ঠ’লো নাম

বিশ্বের সবচেয়ে ছোট কুকুর। একটা দশ টাকার নোটের থেকেও ছোট। তাকে দেখতে একটা টিভির রিমোটের মতন। এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিয়েছে এই ছোট্ট সারমেয়। তাকে নিয়ে উৎসাহের শেষ নেই। তার নাম পার্ল। বয়স তার দুই বছর। তার উচ্চতা মাত্র ৩.৫৯ ইঞ্চি।

যা হার মানাবে একটি ছোট্ট স্কেলকে। বলা যেতে পারে এক ডলার নোটের সমান তার উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ। শুনতে অবাক লাগলো? এটাই সত্যি। চলতি মাসের ১০ তারিখ গিনেসবুকে নাম তুলে ফেলেছে এই ক্ষুদে সদস্য। সম্প্রতি গিনেসবুকে টুইটার একাউন্টে তার ছবি এবং শংসাপত্র পোস্ট করা হয়েছে।

তার ক্যাপশনে লেখা রয়েছে ক্ষুদ্রতম কুকুরকে হ্যালো বলুন। তবে এর আগে বিশ্বের ক্ষুদ্রতম কুকুর ছিল মিরাকেল মিলি। ২০২০ সালে একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয়। জন্মের সময় পার্লের ওজন ছিল মাত্র ২৮ গ্রাম। গিনেসবুকে এমন রেকর্ড করার পরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তার মালকিন ভ্যানেসা সেমলার।

আরো খবর: ২২ বছর বয়সেই UPSC-তে চমক দিলেন ইনস্টাগ্রাম খ্যা’ত তরুণী, বাংলায় IAS হিসেবে কর্মরত

তিনি নিজে তার প্রিয় প্রাণীটির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। সবাইকে হ্যালো বলতে নির্দেশ দেন। চিহুয়া হুয়া প্রজাতির এই কুকুর । এই ধরনের কুকুররা সাধারণত খুব রাগী এবং বদমেজাজি হয়ে থাকে।

কিন্তু এই ছানাটি বেশ শান্তশিষ্ট এবং সে নতুন জামা কাপড় পড়তে ভীষণ ভালোবাসে, সারাক্ষণ সাজগোজ করে থাকে। তার প্রিয় খাবারের প্রথমেই রয়েছে মুরগির মাংস। নেট মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়তে ভালোবাসা আর আদরে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা