সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২২ বছর বয়সেই UPSC-তে চমক দিলেন ইনস্টাগ্রাম খ্যা’ত তরুণী, বাংলায় IAS হিসেবে কর্মরত

বয়সের বাধা যে কোন চ্যালেঞ্জ হতে পারেনা সেটা প্রমাণ করে দিয়েছেন অনন্যা। দেখে মনে হবে, মনে হবে যেন স্কুলের ছাত্রী। কিন্তু এই মেয়েটি আজ দেশের অন্যতম প্রশাসনিক প্রধান। মাত্র ২২ বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করে আজ তিনি বাংলার একজন আইএএস অফিসার। এলাহাবাদের মেয়ে অনন্যা।

এলাহাবাদের সেন্ট মেরিজ কনভেন্টে তার পড়াশোনা শেষ করে তিনি দিল্লিতে চলে আসেন তার স্নাতক স্তরের পড়াশোনার জন্য। দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে বাণিজ্য এবং অর্থনীতিতে স্নাতক পাস করেন তিনি। তার বাবা জেলা আদালতের বিচারক মা প্রয়াগরাজেট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রুরাল টেকনোলজির অধ্যাপক।

তার দাদা কানপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর সেই বাড়ির মেয়ে যে রত্ন হবে না তা কি কখনো হয়। ছোট থেকেই আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন মেয়েটি। দিনে প্রায় ৭-৮ ঘন্টা পড়াশোনা করতেন। তবে পরের দিকে মাত্র ছয় ঘন্টা পড়াশোনা করেছেন। দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতা মূলক পরীক্ষার ইউপিএসসি।

কোনভাবে যাতে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হন তার জন্য সমাজ মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেন অনন্যা। বেশি পরিশ্রম করে নয় বরং কিভাবে চট জলদি উপায়ে এই পরীক্ষায় পাশ করা যায় সেটাই একটা নিয়ম করে নিয়েছিলেন অনন্যা।। ২০১৯ সালে তিনি পরীক্ষায় বসবেন বলে স্থির করেন। প্রস্তুতির সময় তিনি কারেন্ট অ্যাফেয়ার মক টেস্ট এবং মেইন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছেন।

আরো খবর: বাংলা নতুন বছরে এই কয়েকটি কা’জ অবশ্যই করবেন, সুখ-শা’ন্তি’তে থাকবেন সা’রা বছর

তবে শুধু পড়াশোনা করে নয় তিনি একজন খুব ভালো সিন্থেসাইজার বাদক। নানান রকম বই পড়তে তিনি ভারী ভালবাসতেন। ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমী অফ এডমিনিস্ট্রেশনের প্রশিক্ষণ নেন।

পশ্চিমবঙ্গে আসেন কাজের প্রশিক্ষণ নিতে এরপর দিল্লিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কাজ করেন তিনি কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকে। তারপর আবার তিনি কলকাতায় চলে আসেন।

২৫ বছর বয়সেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল ডিউটি অফিসার হয়ে ওঠেন তিনি। ২২ বছর বয়সে ইউপিএসসি পাশ করে আজ তিনি ইউপিএসসি দুনিয়ায় একজন নক্ষত্র।