সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ট্রেনে’ই হবে ডুয়ার্স সফরের রো’মা’ঞ্চ’ক’র অ’ভি’জ্ঞ’তা! পুজো’র আগে পর্য’ট’ক’দের বি’শে’ষ উপ’হার রেলে’র

এবার ট্রেনেই হবে ডুয়ার্স সফরের রোমাঞ্চকর অভিজ্ঞতা! পুজোর আগে পর্যটকদের বিশেষ উপহার রেলের

এবার থেকে ট্রেনেই হবে ডুয়ার্সের সফর। রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চলেছেন ভ্রমণপ্রেমীরা। ট্রেনের জানালা দিয়ে ডুয়ার্সের জঙ্গলের শোভা দেখতে পারবেন তারা। শুধু তাই নয়, এবার থেকে ট্রেনে বসেই ঘন অভয়ারণ্যের সাক্ষী হতে পারবেন আপনি। শুধু কি তাই? ট্রেনের জানালায় বসে ঘন অভয়ারণ্যের দিকে চোখ রাখলেই দেখা মিলতে পারে বন্য জীবজন্তুর। আসছে টুরিস্ট স্পেশাল এমনই একটি ট্রেন।

আগামি শনিবার, ২৮ শে অগাস্ট নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP) থেকে ভিস্তাডোম কোচ (Vistadome Coache) নিয়ে পথ চলা শুরু করবে টুরিস্ট স্পেশাল এই ট্রেনটি। পুজোর আগে এই পরিষেবা পর্যটকদের বিশেষ উপহার হিসেবে চালু করছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। যদিও এই পরিষেবা পুরোপুরি চালু হওয়ার আগেই সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে।

তবে এরপর থেকে যদি কেউ ডুয়ার্সের গহীন অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে তারা এই টুরিস্ট স্পেশাল ট্রেনের সফর করতে পারবেন। এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়েছে নেট মাধ্যমে। ভিডিওটি দেখে নিন এই প্রতিবেদন মারফত।