সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাস্তার কা’জে বা’ধা দিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন, বুলডোজার দিয়ে উ’ড়ি’য়ে দিয়েছিলেন নীতিন গড়করি

দায়িত্ব ও কর্তব্যের কাছে সম্পর্ক বড় নয়। একথার প্রমাণ দিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে দিল্লি মুম্বাই নবনির্মিত হাইওয়ে পরিদর্শন করার পর একটি সভায় অংশগ্রহণ করে তিনি তার জীবনের এমন একটি অধ্যায়ের কথা তুলে ধরলেন যা শুনে কার্যত তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। তিনি জানান যে রাস্তা সম্প্রসারণের কাজে একসময় তার শ্বশুরবাড়ি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে তিনি নিজের শ্বশুরবাড়ি ভাঙতেও পিছপা হননি।

এদিন ওই সভায় উপস্থিত হয়ে তিনি সকলকে জানান যে রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে তার কাছে খবর আসে তার শ্বশুরবাড়িটি রাস্তার মাঝে এসে পড়েছে। এটা শোনার পর তিনি এক মুহূর্তের জন্য না ভেবে নিজের শ্বশুরবাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেন। এমনকি নিজের স্ত্রীকেও কিছু জানাননি। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী তার জীবনে এমন একটি ঘটনা শেয়ার করার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংও এমনই একটি ঘটনার কথা তুলে ধরেন।

কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং জানান তিনিও একবার এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে কর্মকর্তারা একবার তাকে জানায় যে তার বোনের বাড়ীর কিছু অংশ রাস্তার মাঝে চলে আসছে। তখন তিনিও তার বোনের বাড়ীর ঐ অংশটুকু ভেঙে ফেলার নির্দেশ দেন। সম্পর্কের জন্য কর্তব্য কোনও আপোষ করেননি। এই কথা শুনে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রীও বেশ খুশি হন এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসা করেন।

নীতিন গড়করি জানান, তখন তার সদ্য বিয়ে হয়েছে। তার শ্বশুরবাড়ি ছিল রামটেকে। তাকে যখন জানানো হলো তার শ্বশুরবাড়িটি ভেঙে ফেলতে হবে তখন তিনি এক মুহূর্তের জন্যেও ভাবেননি। এরপর তিনি বলেন রাজনৈতিক নেতাদের এমনই হওয়া উচিত। রাস্তা যখন খালি করার দরকার পড়বে, তখন তা খালি করতেই হবে।