সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাছের ভেরিতে আস্তানা গেড়েছে বি’রা’ট কচ্ছপ, রইলো উ’দ্ধা’র করার ভিডিও

৩২ কেজি ওজনের একটি বিশাল বড় কচ্ছপ উদ্ধার ভেড়ি থেকে। জেলেরা মাছের ভেড়ি পরিষ্কার করার সময় হঠাৎ করেই তাদের জালে ধরা পড়লো এক বিশাল আকার কচ্ছপ।

তবে সেই কচ্ছপকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সল্টলেকের গলদা ভেরি থেকে উদ্ধার করা হয়েছে এই কচ্ছপটি কে। স্বাভাবিকভাবেই কচ্ছপ দেখে অবাক হয়েছে সকলে, কিভাবে কচ্ছপ এল এই ভেরিতে? সেই প্রশ্নই এখন সবার মাথায়।

আসলে ভেড়ির আউটলেট পাটা পরিষ্কার করতে জেলেরা জলে নামে, তারা নিচে একটা কিছু দেখতে পারে। পরে তারা জানতে পারে সেটা কচ্ছপ।

কচ্ছপের সাইজ দেখে অনেকেই অবাক হয়ে যায়, এমনকি সেটাকে উদ্ধার করার জন্য জলে নামলেও তাদের কয়েকজনকে কামড় পর্যন্ত দেয় বলে জানায়।

কিন্তু এত বড় কচ্ছপ এখানে আসলো কি করে? এই প্রশ্ন সবার মনে-মনে ঘুরতে থাকে। কচ্ছপ দেখার সাথেসাথেই বন দপ্তরের খবর দেওয়া হয়, তারার শেষে কচ্ছপটিকে নিয়ে যায়।