সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: এক অ’স্ত্রো’প’চা’রে মৃ’ত্যু হলো তিনজনের!

আজকাল ডাক্তারেরা ছোটো খাটো বিষয়েও অনেক বেশি সাবধানতা অবলম্বন করেন। আগে সমস্ত টেস্ট করিয়ে নেন তারপর চিকিৎসা করেন। কিন্তু একটা সময় ছিল যখন এত টেস্ট করার পদ্ধতি ওঠেনি তখনকার দিনে অনেকেই চিকিৎসা না পেয়ে মারা যেত। কিন্তু কিছু ধন্নন্তরি ডাক্তার তখনও ছিল যখন খুব জটিল সমস্যা গুলো সমাধান যে সময়ের কথা বলছি সেটা উনিশ শতক। সেই সময়ে স্কটল্যান্ডের নামকরা চিকিৎসক ছিলেন রবার্ট লিস্টন নাম। তিনি সেই সময়ের বিখ্যাত চিকিৎসক ছিলেন।

তিনি দ্রুত অস্ত্রোপচারের জন্য বিখ্যাত ছিলেন। সেই সময়ে অজ্ঞান করার কোনও ওষুধ তখনও আবিষ্কৃত না হওয়ায় যিনি দ্রুত অস্ত্রোপচার করতে পারতেন, তাঁরই ছিল বিপুল চাহিদা। কিন্তু এক দিন এই দ্রুত অস্ত্রোপচারই তাঁর কেরিয়ারে ইতি টানে।
ঘটনাটি অনেক পুরনো হলেও শিক্ষণীয়। সেই সময়ে কোনো রুগীর অস্ত্রোপচার করলে অজ্ঞান না করেই করা হতো।

ফলে অনেক কষ্ট সহ্য করতে হতো সেই রুগী কে। আর এই রবার্ট লিস্টন অনেক অল্প সময়ই সেই কঠিন কাজ গুলো করে ফেলতে পারতেন। রীতিমত সময় বেঁধে দিয়ে তিনি অপারেশন করতেন। এভাবেই তার জনপ্রিয়তা বাড়তে লাগলো। কিন্তু একটা কেস এমন আসে যে সে অপারেশন করতে গিয়ে তার সহকর্মীরা একটা আঙ্গুলই কেটে ফেলেন।

আরো খবর: বছরভর খে’তে পারবেন ইলিশ! এই নি’য়’ম জা’না থাকলে কেল্লাফতে

সেই অবস্থা থেকে আরেক সহকর্মী ভয়েই হার্ট এ্যাটাক করেন। এদিকে যে যন্ত্র দিয়ে অস্ত্রোপচার হচ্ছিল সেই যন্ত্রে ইনফেকশন হওয়ার কারণে এই ৩ ব্যাক্তিই মারা যান। আর এর পর থেকে তার পরিচিতি অনেক কমে যায়। ৩ মিনিটে জটিল অস্ত্রোপচার সেরে ফেলা চিকিৎসক নিজের চেম্বারে বসে রোগী দেখার অপেক্ষা করতে থাকেন।

তিনি তার জীবনে অনেক বড় বড় মানুষের সংস্পর্শে আসলেও তাঁর এই ওভার কনফিডেন্স তার জীবনের জন্য খারাপ দিন ডেকে আনে। এরপর ১৮৪৭ সালের ডিসেম্বর মাসে লন্ডনে নিজের বাড়িতেই মারা যান রবার্ট। তাঁর ধমনীতে রক্তক্ষরণের সমস্যায় বেশ কিছুদিন ধরে ভুগছিলেন তিনি। সেই রোগই তাঁর জীবন কেড়ে নেয় বলে জানা যায়।