সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাস্ক ছা’ড়া পুরীর রথযাত্রায় গেলেই ক’ড়া ব্য’ব’স্থা নেবে প্রশাসন, জা’রি নি’র্দে’শি’কা

করোনার পর এবার মহা ধুমধাম করে রথযাত্রা আয়োজন করা হচ্ছে উড়িষ্যাতে। গত দুই বছর সাধারণ ভক্তরা এই উৎসবে অংশগ্রহণ করতে পারেননি। এবার পয়লা জুলাই রথযাত্রা পালন করতে তৎপর পুরি।

তাই উড়িষ্যার প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

সরকারি আধিকারিকরা জানাচ্ছেন রথ যাত্রায় অংশ নিতে গেলে মাস্ক পরতে হবে। উৎসব উপলক্ষে ১০ লক্ষ মানুষের আগমন হতে পারে পুরীতে। তাই সব রকমের সতর্কতা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন: ৩ টি নতুন স্কলারশিপের হ’দি’শ পাওয়া গে’ল! আপনি কোনটার জন্য যো’গ্য দেখে নিন

এদিকে আবার দেশজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। সন্ধ্যার 69 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সাড়ে চারশোর বেশি একটিভ কেস রয়েছে। এই পরিস্থিতে এত বেশি মানুষের আগমন হলে সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে আশঙ্কা করছে প্রশাসন।

মন্দির সংলগ্ন এলাকা গুলোতে স্যানিটাইজেশন প্রক্রিয়ার ওপর জোর দেওয়া হয়েছে। রেল স্টেশন, বাস স্ট্যান্ড ছাড়াও গ্রান্ড রোডে শিবির রাখা হয়েছে।

কার মধ্যে সংক্রমণ উপসর্গ থাকলে তিনি যেন মন্দির প্রাঙ্গণে প্রবেশ না করেন এমনটাই বলা হচ্ছে। যদি কোনও ভক্ত মাস্ক ছাড়া প্রবেশ করেন তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।