সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩ টি নতুন স্কলারশিপের হ’দি’শ পাওয়া গে’ল! আপনি কোনটার জন্য যো’গ্য দেখে নিন

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি উৎসাহ দেওয়ার জন্য সরকারি তরফ থেকে নানা ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এখন বিভিন্ন ব্যাংকের তরফ থেকেও বিভিন্ন স্কলারশিপ চালু করা হয়েছে।

এদের মধ্যে রয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এমবিএ স্কলার্শিপ 2022-24। স্কলারশিপের আওতায় এমবিএ প্রোগ্রামের জন্য প্রথম বছরের নথিভূক্ত ছাত্রদের বৃত্তি প্রদান করা হয়।

এই স্কলারশিপের আওতায় বছরে এক লক্ষ টাকা করে দুই বছরে দুই লক্ষ টাকা পাওয়া যাবে। আবেদনের জন্য শেষ তারিখ হল 30 জুনের মধ্যে আবেদন করতে হবে www.b4s.in/it/IFBMS3 ওয়েবসাইটে।

আরো পড়ুন: এবার তৃণমূলের ল’ক্ষ্য মেঘালয়, সংগঠন গ’ড়’তে যা’চ্ছে’ন অভিষেক

টাটা ট্রাস্ট মিন্স গ্রান্ড ফর কলেজ স্কলারশিপ এর আওতায় মুম্বাই এবং শহরতলী এলাকাতে অবস্থিত একাদশ শ্রেণি থেকে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া হয়। ৩১ শে জুলাই এর মধ্যে আবেদন করতে হবে এই স্কলারশিপের জন্য।

এই স্কলারশিপ পেতে হলে ইমেইলের মাধ্যমে Url: https://www.tatatrusts.org/our-work/individual-grants-programme/education-grants ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে।

এরপর তরুণ বিজ্ঞানীদের জন্য রয়েছে ইনসা মেডেল। এখানে একটি মেডেল, সার্টিফিকেট এবং এক লক্ষ টাকা পাওয়া যাবে। ইমেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে https://insaindia.res.in/aa4young1.php ওয়েবসাইটে।