সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুর্শিদাবাদে মিহিদানা খে’য়ে বি’প’ত্তি, গুরুতর অ’সু’স্থ ৪৫ জন শিশু

তথ্য: নিউজ ১৮ বাংলা

মিহিদানা খেয়ে একের পর এক অসুস্থ 45 জন শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার আমরাই গ্রাম পঞ্চায়েতের আমলায় গ্রামে। অসুস্থ শিশুদের ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রত্যেকের শরীরে একরকম উপসর্গ দেখা দিয়েছে। বমি ও পেট খারাপ মেয়ে অসুস্থ হয়ে পড়েছে একের পর এক শিশু।

গ্রামবাসীরা জানান সোমবার সকালে এক ব্যক্তি মিহিদানা নিয়ে হাজির হয় গ্রামে। সেই খাবার খাওয়ার পর থেকেই গ্রামের শিশুরা অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যের দিকে তাদের অসুস্থতা আরো বাড়ে। ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় তাদের। আপাতত সেখানেই তাদের চিকিৎসা চলছে।

চিকিৎসকদের ধারণা, খাদ্যে বিষক্রিয়ায় কারণে এমনটা হয়েছে। তবে বর্তমানে প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে মিহিদানা খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। ভরতপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক আবিনাশ কুমার জানিয়েছেন প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।

ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু দাস জানিয়েছেন, খবর পাওয়ার পর বাচ্চাদের উদ্ধার করে ভরতপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত ওই মিহিদানা বিক্রেতার খোঁজ শুরু হয়েছে।