সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: তিনগুণ বৃ’দ্ধি পে’লো লোকাল ট্রেনের ভা’ড়া, মাথায় হা’ত নিত্যযাত্রীদের, জানুন কারণ

অনেক সাধ্য সাধনার পর অবশেষে রাজ্য সরকারের অনুমোদনের রবিবার থেকে এই রাজ্যে লোকাল ট্রেনের চাকা গড়াতে শুরু করেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন বহু মানুষ। তবে লোকাল ট্রেনের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই কার্যত ফের একবার সাধারণ মানুষের পকেটে লাগলো ছ্যাঁকা! কারণ লোকাল ট্রেনের সফর করতে গেলে এবার থেকে আগের তুলনায় তিনগুণ বেশি টাকা দিয়ে সফর করতে হবে।

অর্থাৎ কেউ যদি এতদিন লোকাল ট্রেনের 10 টাকা ভাড়া গুনে যাতায়াত করেছেন, এবার থেকে তাদের গুনতে হবে 30 টাকা করে। শুনে কার্যত মাথায় হাত পড়েছে যাত্রীদের। রাজ্য সরকারের অনুমোদনক্রমে 50% যাত্রী নিয়ে ফের ছুটতে শুরু করেছে লোকাল ট্রেন। এতে নিত্যযাত্রীদের সুবিধা হয়েছে ঠিকই কিন্তু টিকিট ভাড়া বেড়ে যাওয়াতে তারা যাতায়াত কিভাবে করবেন সেই নিয়ে চিন্তা করছেন।

লক্ষ্য লক্ষ্য মানুষ হাওড়া এবং শিয়ালদহ শাখা দিয়ে যাতায়াত করে থাকেন এই রাজ্যে। এতদিন লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের সফর বন্ধ থাকার দরুণ কাজে যোগদান করতে পারছিলেন না অনেকেই। অফিস কাছারি খুলে যাওয়াতে তারা বহু সমস্যায় পড়েছিলেন। বাসের ভিড় বাড়ছিল। যদিও লোকাল ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ফের আগের মতোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে ট্রেনে।

সংক্রমণ না কমার জন্য বিগত ছয় মাস যাবত সাধারণের জন্য লোকাল ট্রেনের দরজা ছিল বন্ধ। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল এতদিন রাজ্য সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করছিল। বাংলাতে লোকাল ট্রেন চালানোর প্রয়োজনীয়তা নিয়ে তারা রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ট্রেনের ভাড়া দেখে পিলে চমকাচ্ছে নিত্যযাত্রীদের।