সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের রাজনীতির ভবিষ্যৎ কি? বিজেপিকে নি’য়ে যা বললেন প্রশান্ত কিশোর

প্রশান্ত কিশোর যিনি একজন সফল ভোট কুশলী। তাঁর অবদান বিশেষ কয়েকটি রাজনৈতিক দলে বেশ অনেকটাই। বিহারের রাজনীতিতে যখন সে পা রেখেছিল তখন থেকেই এখনও পর্যন্ত তাকে ঘিরে দারুণ চর্চা শুরু হয়েছে।

এখন তবে তিনি শুধু ভোট কুশলী প্রশান্ত কিশোর নয়। তিনি এখন একজন রাজনীতিবিদও বটে। কিন্তু এই ক্ষেত্রে কতটা সফল হতে পারবেন তিনি? এটাই দেখার।

যেখানে রাজনৈতিক মঞ্চে তাঁর নতুন দল ও নতুন ভাবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গুজব চলছে তখনই তাঁর মুখে শোনা গেল এক মেরুকরণ রাজনীতি সম্পর্কে বিজেপির প্রসঙ্গে।

আরো পড়ুন: রবীন্দ্রনাথ যদি বেঁ’চে থাকতেন ত’বে নিজের হা’তে পুরষ্কার তু’লে দিতেন মমতাকে: শুভাপ্রসন্ন

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বললেন, আসলে মেরুকরণ সম্পর্কে মানুষ না জেনেই কথা বলে। আসলে মানুষ মেরুকরণকে অনেকটাই বাড়িয়ে বলতে ভালোবাসে। এখন মেরুকরণ প্রক্রিয়াটা দারুণ ভাবে বদলে গেছে।

যদি আপনি ১৫ বছর আগের কথা মনে করেন, তাহলে দেখবেন জিনিসটা প্রায় একই রয়েছে। আসলে আপনি একটি সম্প্রদায়ের মানুষকে ৫০-৫৫% এর বেশী একত্রিত করতে পারবেন না। এর সাথে তিনি আরও বলেন, বিজেপি একটি নির্দ্বিধায় শক্তিশালী দল। আর সেটা আগামীতে থাকবে।

মোট কথা আপনি যখন ৩০% ভোট সুনিশ্চিত করতে পারবেন তখন আপনার পায়ের তলার মাটি শক্ত হয়ে গেল। কিন্তু এটা আবার ভাবলে চলবে না যে, সব নির্বাচনেই ওরা জয় লাভ করবে।

আরো পড়ুন: স্বামীর সম্পত্তি থাকলে শ্বশুরের কা’ছে খরচ দা’বি করতে পারবেন বিধবা পুত্রবধূ, রা’য় দিল্লি হাইকোর্টের

আমরা যদি কংগ্রেসের কথা বলি তাহলে লক্ষ্য করব ৪০-৫০ বছর ভারতীয় রাজনীতি কংগ্রেসকে ঘিরেই আবর্তিত হয়েছিল। সেখানে হয়ত আপনি কংগ্রেসের সাথে ছিলেন নয়ত বাঁ আপনি কংগ্রেসের বিরুদ্ধে ছিলেন। এবার বিজেপির ক্ষেত্রেও একই হবে বলে আমার মনে হয়।।

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল পিকে নাকি যোগদান করছে কংগ্রেসে? কিন্তু পরে শোনা যায় সোনিয়া গান্ধীর প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি এই বিষয় নিয়ে বলেন, কংগ্রেস আমাকে চেয়েছিল তাঁদের এম পাওয়ার্ড একশন গ্রুপে।

আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কংগ্রেসের ঐ গ্রুপে থাকার কোনো মানে হয় না। আমার মনে হয়েছে এই দলকে আমি নতুন কিছু দিতে পারব না। তাই আমি তাঁদের প্রস্তাব ফেরাই।।