সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রেয়ার সঙ্গে কি বন্ধুত্ব আ’ছে? নাকি রয়েছে রে’ষা’রে’ষি? স্পষ্ট করলেন সুনিধি

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র সুনিধি চৌহান। হিন্দি শুধু নয় তামিল কন্নড় তেলেগু মারাঠি বাংলা অসমীয়া নেপালি উর্দু ভাষায় অন্তত কয়েক হাজার গান গেয়েছেন সুনিধি। মাত্র ১৩ বছর বয়সে সংগীত জগতে আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘদিন পরে মহানগরে সুনিধি।

ফোরাম ফর দুর্গোৎসব কালচারাল কমিটির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এই সঙ্গীত শিল্পী। কলকাতায় এসে তিনি বলেন আমার এই শহর খুব ভালো লাগে অনেকদিন পর আসলাম। দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাই তাই এখানে আসতে খুব ভালোবাসি।

২৫ বছরের লড়াই বলিউডে। তিনি বলেন আমাদের মূল বা গোঁড়া ভুলে যাওয়া উচিত নয়। বলিউডে তার সমসাময়িক না হলেও কিছুটা জুনিয়র শ্রেয়া ঘোষাল অথচ তাকে টেক্কা দিয়ে যাচ্ছেন এই বঙ্গকন্যা। সুনিধি জানান আমরা বন্ধু নই আবার আমাদের মধ্যে নেই কোন শত্রুতা আমরা একে অপরের সহকর্মী।

আরো খবর: Rose Day-তে রাশি অনুযায়ী প্রি’য় মানুষকে গোলাপ দিন

ছেলেকে নিয়ে কলকাতায় হাজির হয়েছিলেন শিল্পী। জানিয়েছেন মাতৃত্বের অনুভূতি খুবই সুন্দর বিশেষ করে যেসব মায়েরা একা হাতে নিজের সন্তানকে মানুষ করেন। এর আগেও বেশ কয়েকবার ছেলেকে নিয়ে কলকাতায় এসেছেন সুনিধি। সুনিধি জানান এবার ছেলেকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে যাবেন তিনি।

আরো জানান বলিউডে নেপটিসম কাজ করে বেশ কয়েক বছর ধরে। একসময় যে সুনিধির ভুয়সি প্রশংসা করেছিলেন স্বয়ং লতা মঙ্গেসকার । সেই সুনিধি আজ যেন কোথায় হারিয়ে গেলেন। আক্ষেপ রয়েছে শিল্পীর গলায় বলেন জানিনা কেন আজ আমার গান শুনতে চান না স্রোতারা।