সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কর্মীদের দিওয়ালি গি’ফ’ট দিলেন সোনার দোকানের মালিক

যারা কোনো প্রাইভেট সংস্থায় কাজ করেন বা সাধারণ কোনো কারখানায় ছোটো থেকে বড়ো সকল কোম্পানির কর্মীরা অপেক্ষা করে থাকেন এই দীপাবলির জন্য। কারণ এই সময়ই তারা বোনাস পায় বা অফিস থেকে কোনো উপহার পায়। লাস্ট দুই বছর ধরে লকডাউনে সেভাবে কোনো কোম্পানি বোনাস দিতে পারেন নি কিন্তু কর্মীরা কাজ তো করে গেছেন তাই এই বছর সকলেই আশা করে আছেন এবছর বোনাস মিলবে তাদের।

অল্প বিস্তর মিলেছেও। কিন্তু দুটি কোম্পানির দিওয়ালি উপহার নজর কেড়েছে সবার। যেমন একজন হলো চেন্নাইয়ের একটি সোনার দোকানের মালিক, নাম তার জয়ন্তী লাল (Jayanti Lal)। জয়ন্তী লাল। তিনি তাঁর কর্মীদের ১০টি গাড়ি এবং ২০টি বাইক উপহার দিয়েছেন দিওয়ালির উপহার হিসেবে।

এমন উপহার পাওয়ার পর অনেক কর্মচারীর খুশিতে চোখে জল চলে এসেছে। কিন্তু কেন এমন উপহার দিয়েছেন তিনি জিজ্ঞেস করলে সে জানায়, সমস্ত সুখে দুঃখে এই কর্মীরা পরিবারের মতো পাশে থেকে কাজ করে গেছেন। তাই ওদের উৎসাহ বাড়াতেই এই উপহার দিয়েছি। ওরা আমর আরো এক পরিবার তাই ওরাও যাতে এটাকে একটা পরিবার ভাবতে পারে তাই এই ভাবনা। আর তার এই কাজে কর্মচারীরা খুব খুশি তা আর বলার অপেক্ষা রাখেনা।

আরো পড়ুন: টেট পরীক্ষায় বসার কি বয়সসীমা বা’ড়’বে? কি বলছে পর্ষদ?

এছাড়াও আরো একটি বিদেশী কোম্পানি উইওয়ার্ক এই কোম্পানির দিওয়ালি উপহার হিসেবে সকল ভারতিয় কর্মচারিদের ১০ দিনের ছুটি দিয়েছে। যাতে তারা তাদের বাড়ির সাথে এই উৎসবের সময় উজ্জপন করতে পারেন। যা খুবই প্রশংসনীয়।

সকল কোম্পানির ই উচিত সারা বছর যারা অক্লান্ত পরিশ্রম করে এত বড় জায়গায় নিয়ে যাচ্ছে এক একটা কোম্পানিকে তাদের এরকম উৎসবের মরশুমে উপহার দেওয়া। এতে তাদের কাজ করার ইচ্ছেও দ্বিগুণ বেড়ে যায়, মালিক পক্ষের উপর কোনো রাগও থাকে না।