সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বামীর সম্পত্তি থাকলে শ্বশুরের কা’ছে খরচ দা’বি করতে পারবেন বিধবা পুত্রবধূ, রা’য় দিল্লি হাইকোর্টের

দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এবার এক নতুন নির্দেশ। যদি স্বামীর সম্পত্তি থাকে তাহলে তাঁর বিধবা স্ত্রী শ্বশুরের কাছ থেকে রক্ষণাবেক্ষণের খরচ দাবি করতেই পারে। একটি মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

এদিন বিচারপতি নীনা বনসল ও মুক্তা গুপ্তার ডিভিশন বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছে। মামলায় দেখা গেছে স্বামীর সম্পত্তি নেই। সেই কারণেই ডিভিশন বেঞ্চের তরফ থ্রক্র রক্ষণাবেক্ষণের আবেদন খারিজ করা হয়েছে। তবে হ্যা এবার এই কারণেই সম্পত্তির ওপরে নজর দেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে ২০১১ সালে ৩ ডিসেম্বর মহিলার বিয়ে হয়েছিল। ২০১৩ সালেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছিল। এদিকে ২০১২ সালে তাঁর একটি মেয়েও হয়েছিল। স্বামী মারা যাওয়ার পর সে তাঁর বাচ্চা নিয়ে চলে গেছে নিজের বাপের বাড়ি।

আরো পড়ুন: কষ্ট করে থিয়েটারে কা’জ জুটিয়েছিলেন, পারিশ্রমিক ছিল মাত্র ৫০ টা’কা, সাফল্যের ক’থা শোনালেন জেঠালাল

এদিকে আবার শ্বশুড় জানিয়েছে, তাঁর ছেলে মারা যাওয়ার পর তাঁর পুত্রবধূ কোনো খোজ খবর রাখে নি তাঁর সাথে। এভাবেই কেটে যায় ৪ বছর। ঠিক ৪ বছর পরেই শ্বশুড়ের কাছে রক্ষণাবেক্ষণের অর্থ চেয়ে মামলা দায়ের করে আদালতে।

এদিকে আবার সেই মহিলা জানিয়েছেন, তিনি শিক্ষিত নন। তাই তাঁর চাকরিও সম্ভব নয়। বৃদ্ধ মা বাবার ওপরেই তিনি নির্ভরশীল। কোনও ভাবেই দৈনন্দিনের খরচ চালাতে পারছে না তারা।

তিনি আরও জানায় আমার শ্বশুড় একজন শিক্ষিত মানুষ। তিনি খরচ চালাতে বাধ্য। তিনি অভিযোগে জানায়, শ্বশুড় নাকি তাকে প্রবলভাবে অবহেলা করেন। কোনোভাবেই কোনো সাহায্য করেন না।

শ্বশুর চাকরির সাথে সাথে বাড়ি ভাড়াই পায় মাসে ২০,০০০ টাকা করে। মাসিক তাঁর শ্বশুরের আয় ৫৫ হাজার-৬৫ হাজার টাকার মতো। তাই তিনি শ্বশুরের কাছ থেকে রক্ষণাবেক্ষণের জন্য ৩০ হাজার টাকা দাবি করেছেন।

আরো পড়ুন: এখন কি মিডিয়া ঠি’ক করে দেবে শ’রী’রে’র ওজন? মো’টা হওয়া ঐশ্বরিয়ার পা’শে দাঁ’ড়া’লে’ন রবিনা

তবে সেই ব্যাক্তি অনেকটাই শিক্ষিত, সেই কারণে তিনি জানায় তাঁর ছেলে কোনো সম্পত্তি রেখেই যায় নি। এই কথা তিনি হিন্দু এডাপশন এন্ড মেনটেন্যান্স এক্ট ১৯৬৫, ১৯ নম্বর ধারা অনুসারেই বলেছে।

তাই পুত্রবধু কোনো ধরনের রক্ষণাবেক্ষণের দাবি করতে পারে না। তাই আদালত স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দেখতে চাইলে, সেটা মহিলা দেখাতে পারে নি। যার কারণেই আদালত মহিলার আর্জি খারিজ করে দিয়েছেন।