সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগে বললে দ্রৌপদীকে স’ম’র্থ’নে’র কথা ভাবতাম, রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে বিজেপিকে বা’র্তা মমতার

রাষ্টপতির পদে বসানোর জন্য দ্রৌপদী মুর্মুর নাম তুলেছে বিজেপি, তবে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে আগে যদি বিজেপির পক্ষ থেকে দ্রৌপদীর নাম জানানো হতো তবে অবশ্যই তিনি এ বিষয়ে কিছু ভাবতেন।

রথ যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ইস্কনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই পৌঁছে তিনি জানান, “দ্রৌপদীর জয়ের সম্ভাবনা অনেক বেশি মহারাষ্ট্রের ঘটনার জন্য। বিরোধীরা যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমিও মেনে চলবো”।

তবে বিজেপি দল যে দৌপ্রদিকে সমর্থন করছে সেই প্রশ্ন উঠলে মমতা ব্যানার্জি জানান,” যদি বিরোধীদল দ্রৌপদীকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান তবে তিনিও সেটা মেনে নেবেন।”

আরো পড়ুন: আপনি কি বি’য়ে করতে চাইছেন না? অবিবাহিতদের এই অসুখটি মা’রা’ত্ম’ক আ’কা’র নিতে পারে!

মমতা ব্যানার্জি জানান,” রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রথমে বিরোধীদের সঙ্গে বিজেপি কথা বলেছিল, তখন বিজেপি দলের পক্ষ থেকে দ্রৌপদীর নাম নেওয়া হয়নি, যদি নাম আগে নেওয়া হতো তবে অবশ্যই আমিও সমর্থন করতাম, কারণ দ্রৌপদী একজন আদিবাসী মহিলা।

রাজনীতির ১৭ টি দল মিলে যে এই সিদ্ধান্ত নিতাম, সেটা অবশ্যই ঠিক হতো। সকলেরে একই মত হত, বিজেপি শুধুমাত্র সাজেশন জানতে চেয়েছিল আমাদের থেকে কিন্তু তারা কি চায় সে বিষয়ে তারা কিছুই জানাননি।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,” আমি সবসময় ঐকমত্যের পক্ষে রয়েছি,১৭ থেকে ১৮ টি রাজনৈতিক দল মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একা পুরনো সিদ্ধান্ত থেকে ফিরে আসা সম্ভব নয়”।

মুখ্যমন্ত্রীর মতে সমস্ত দল মিলে যশোবন্ত সিংহর নামে তুলেছেন তাই পরবর্তীকালে যদি সেই নাম বদলাতে হয় তাহলে অবশ্যই সমস্ত রাজনৈতিক দল মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।