সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যে মেয়েদের নাম এই অ’ক্ষ’র দিয়ে শু’রু হয় তাদের উপর বিশেষ কৃ’পা থাকে লক্ষ্মীর

দেবী মা লক্ষ্মীকে সম্পদ ও সৌভাগ্যের দেবী বলা হয়। যে ব্যাক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাঁর কখনো টাকার অভাব হয়না। মা লক্ষ্মীর আশীর্বাদ কী ভাবে লাভ করা সম্ভব, সেই বিষয়ে নানা উপদেশের কথা উল্লেখ রয়েছে হিন্দুধর্মে। শুধু হিন্দুধর্ম নয়, সব ধর্মেই শিশুর নামকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

হিন্দুধর্মে যে ১৬টি সংস্কারের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্য়তম হল নামকরণ। এর থেকেই আমরা অনুমান করতে পারি যে নামের প্রথম অক্ষরটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমরা আলোচনা করব নামের সঙ্গে কী ভাবে লক্ষ্মীর আশীর্বাদ জড়িয়ে থাকতে পারে, সেই বিষয়ে।

A
যে সমস্ত মেয়ের নামের শুরু A দিয়ে হয় তাঁদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। সাধারণত এই নামের মেয়েরা একটু সিরিয়াস টাইপের হয়। এছাড়াও অত্যন্ত দায়িত্ববান হয়। এদের নিজের কাজ এরা খুব ভালো করে করতে পারে। একজন স্ত্রী হিসাবে এরা খুব ভালো হয়।

আরো পড়ুন: এই রেলস্টেশনের প্ল্যাটফর্ম রো’জ ২ ঘন্টার জন্য কোচিং সে’ন্টা’রে পরিণত হয়

K
যেসব মেয়েদের নামের প্রথম অক্ষর k দিয়ে শুরু হয় তাঁরা একটু লাজুক, ভদ্র, চুপচাপ প্রকৃতির হয়। কথা কম বলতে ভালোবাসেন। আর কথা কম বলার জন্যই এটা এদের মনের ভাব প্রকাশ করতে পারে না। তবে যে বাড়িতে k দিয়ে নামের মহিলারা থাকেন তাদের বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব হয়না।

R
যে মহিলাদের R অক্ষর দিয়ে নাম তারা কখনো চ্যালেঞ্জ নিতে ভয় পায়না। সারাক্ষণ হাসি মজা করে থাকতে ভালোবাসেন। এঁরা সম্পর্কের ব্যাপারে যত্নশীল এবং আত্মসম্মান বোধ এই মেয়েদের প্রবল। লক্ষ্মীর আশীর্বাদে এই মেয়েদের জীবনে কখনোও টাকা-পয়সার অভাব হয় না। এরা সব কাজ সু পরিকল্পনা করে করতে ভালোবাসেন।

S
যে মহিলাদের নামের শুরু s দিয়ে হয় তাঁরা কোনো কাজ কিভাবে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে হয় খুব ভালো করে জানেন। এদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকার কারণে সম্পদের গুরুত্ব এরা খুব ভালো বোঝেন। এরা খুব হিসেবী ও সঞ্চয়ী প্রকৃতির হয়। আর এরা বুঝে শুনে চলেন বলেই সকলের মন জয় করতেও সফল হন খুব সহজেই।