সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Youtube-কে জবরদস্ত প্রতিযোগিতায় ফে’ল’তে চলেছে Instagram, দু’র্দা’ন্ত ফি’চা’র আনছে Meta

নিজেদের কাস্টমারদের ধরে রাখতে,তাদের নতুন স্বাদ দিতে কিছু দিন পর পরই ‘আপডেট ‘ নিয়ে আসে অ্যাপগুলি।নতুন সব ফিচারস পেয়ে খুশি হন ব্যাবহারকারীরাও।ব্যাতিক্রম নয় Meta কোম্পানির Instagram অ্যাপটিও।ইউটিউবকে টেক্কা দিতে , এবার চ্যানেল খোলার মত ফিচার নিয়ে এলো Instagram

কোম্পানিটি ঢেলে নয়া অবতারে সাজাচ্ছে ইনস্টাগ্রামকে। কয়েকদিন আগেই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শপিংয়ের ক্ষেত্রে লাইভ ব্রডকাস্টিংয়ের ফিচার তুলে নেওয়ার কথা জানিয়েছিল মার্ক জুকারবার্গের সংস্থাটি।খবরটি ছড়িয়ে পড়তেই মাথায় আকাশ ভেঙে পড়ে ইনস্টাগ্রাম – এ ডিজিটাল মার্কেটিং করা ব্যাবসায়ীদের।

16 তারিখেই বন্ধ হতে চলেছে ফিচারটি,পরিবর্তে আসতে চলেছে একটি অভিনব চ্যাট ফিচার।যার নাম মেটা চ্যানেল। এই নতুন ফিচারের মাধ্যমে ক্রিয়েটরেরা তাঁদের ফলোয়ারদের সঙ্গে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

আরো খবর: ইমেলে নোটিশ পা’ঠা’নো বৈ’ধ নয়, জা’নি’য়ে দিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার

ফলে কিছুটা স্বস্তি ফিরেছে ব্যাবহারকারীদের মাঝে। ভারতে ফিচারটি কবে থেকে চালু হবে,সেই দিনক্ষণ এখনও জানা যায়নি।তবে শুক্রবার থেকেই বাছাই করা ক্রিয়েটারদের জন্য ট্রায়াল হিসেবে আমেরিকায় চালু করা হয়েছে এই সুবিধা। টেস্টিং শেষ হয়ে গেলে খুব শীঘ্রই এই ফিচারটি সকলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থাটি।