সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SSC দু’র্নী’তি মামলায় শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে ডে’কে পা’ঠা’লো CBI, চি’ন্তা বাড়লো পার্থর

রাজ্যে এখন যেন একের পর এক দুর্নীতির খবর উঠে আসছে, কিছুদিন আগেই এসএসসি দুর্নীতি তারপরে আবার টেট দুর্নীতি। দুই স্তরেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার প্রমাণ ইতিমধ্যেই সামনে এসেছে।

কিন্তু এই দুর্নীতির পিছনে প্রধান হাত কার রয়েছে? এই তথ্য জানতে মরিয়া সকলে। সেই সূত্র ধরেই সিবিআই রাজ্যের শিক্ষা সচিব মনিশ জৈনকে তলব করল। নিজাম প্যালেসে তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য ডাকা হয়েছে।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে তাকে হয়তো সিবিআই জিজ্ঞাসাবাদ করবে যে, কার নির্দেশে এস এস সি নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

আরো পড়ুন: মোদিকে হ’ত্যা’র ষ’ড়’য’ন্ত্র! আ’ট’ক ২

এর আগে অবশ্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেউ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সিবিআই এর তরফ থেকে। সেই জিজ্ঞাসাবাদেও এই কমিটির উল্লেখ পেয়েছে সিবিআই।

সেখানে নাকি পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, উপদেষ্টা কমিটির থেকে যে ফাইল পাঠানো হয়েছিল সেখানে তিনি সই করেছেন।এবার সেই ফাইল কার নির্দেশে পাঠানো হল?কার কথা মতো এই কাজ করা হল , সেটাই হয়তো এবার সিবিআই জানতে চাইবে মণীশ জৈনের তরফ থেকে।