সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Spice Jet-কে সময় বেঁ’ধে দি’লো আদালত, হয় বিমান চা’লা’ন নয়তো ঝাঁ’প ব’ন্ধ করুন

সুইস ফার্ম ক্রেডিট সুইস এজির সঙ্গে স্পাইস জেট বিমান কর্তৃপক্ষের মতান্তরে মামলাটি আদালত পর্যন্ত পৌঁছেছে। সেই মামলা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টে তরফ থেকে বিমান কর্তৃপক্ষকে তিন সপ্তাহের জন্য সময় দেওয়া হয়েছে। আদালতে তরফ থেকে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে যে বিমান চালাতে চাইলে তারা চালাতে পারেন নতুবা এই বিমান সংস্থা বন্ধ করতে হবে।

আইনজীবী হরিশ সালভে এদিন আদালতকে জানান স্পাইসজেট সুইস ফার্মের সঙ্গে ঝামেলা মেটানোর ব্যাপারে সবরকম চেষ্টা চালাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য স্পাইসজেট আদালতের কাছে তিন সপ্তাহ সময় চেয়েছিল। বিমান সংস্থার তরফ থেকে বিচারপতিকে একথা জানান বিমান সংস্থার তরফের আইনজীবী। সুইচ কোম্পানির তরফ থেকে কেভি বিশ্বনাথন স্পাইসজেটের এই শর্তে রাজি হয়ে যান।

উল্লেখ্য গত 11 ই জানুয়ারি হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের তরফ থেকে এই রায় দেওয়া হয় যে স্পাইসজেটের সম্পত্তি অ্যাটাচ করা যেতে পারে। এরপর উচ্চ আদালতের কাছে মামলা দায়ের করে বিমান সংস্থা। ক্রেডিট সুইসের তরফ থেকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অভিযোগ করা হয়েছে স্পাইস জেটের কাছে 24 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া আছে। বিমানের মেরামতি এবং দেখাশোনা বাবদ এই অর্থ খরচ করা হয়েছিল।

এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি একটি অত্যন্ত জটিল ব্যাপার। যদি এই সংস্থা বিমান চালাতে না চায় তাহলে তাদের দেউলিয়া ঘোষণা করে দেওয়া হবে। সম্পত্তি ক্রোক করে নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে তারা এয়ারলাইন্স চালিয়ে যেতে চাইছেন নাকি বন্ধ করে দিতে চাইছেন সেটা স্পষ্ট করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।