সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

FD-তে কোন ব্যাংকের সুদ SBI-র থেকে অনেক বে’শি? বি’নি’য়ো’গ করার আ’গে জেনে নিন

এফডি তে বিনিয়োগ করতে সবাই আগ্রহী, সবাই মনে করছে এফডিতে বিনিয়োগ করলেই সুদের হার অনেকটাই পাওয়া যাবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে মনিটারি পলিসির বৈঠক শুরু হয়েছে। মনে করা হচ্ছে সেখানেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি তাদের তরফ থেকে ফিক্স ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করা শুরু করেছে।

এফডি তে বিনিয়োগ করতে সবাই আগ্রহী, সবাই মনে করছে এফডিতে বিনিয়োগ করলেই সুদের হার অনেকটাই পাওয়া যাবে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে মনিটারি পলিসির বৈঠক শুরু হয়েছে। মনে করা হচ্ছে সেখানেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি তাদের তরফ থেকে ফিক্স ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করা শুরু করেছে।

নিচে কয়েকটি ছোট ফাইন্যান্স ব্যাংক থেকে শুরু করে, পাবলিক সেক্টর, ও বেসরকারি ব্যাংকগুলোর সুদের হার দেওয়া হল।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে সুদের হার ফিক্স ডিপোজিটে দুই ধরনের, রেগুলার ৫%ও সিনিয়র সিটিজেনদের জন্য ৫.৫০%।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্স ডিপোজিটের সুদের হার রেগুলার ৫.০০% ও সিনিয়র সিটিজেনের ৫.৫০%।

আরো পড়ুন: সৌরঝড়ের দা’প’টে এলন মাস্কের ৪০ টি স্যাটেলাইট মহাকাশে হা’রি’য়ে গেল

ইউনিয়ন ব্যাংকের ফিক্স ডিপোজিটের সুদের হার রেগুলার ৫.১০% ও সিনিয়র সিটিজেনের৫.৬০%।

আর বি এল ব্যাঙ্ক এর ফিক্স ডিপোজিটের সুদের হার রেগুলার ৬.২৫% ও সিনিয়র সিটিজেনদের ৬.৭৫%।

আইডিএফসি ব্যাংকের ফিক্স ডিপোজিটের সুদের হার রেগুলার ৫.৭৫% ও সিনিয়র সিটিজেনদের ৬.২৫%।

ইয়েস ব্যাংকের ফিক্স ডিপোজিটের সুদের হার রেগুলার ৫.৭৫-৬% ও সিনিয়র সিটিজেনদের ৬.২৫-৬.৫০%।

আরো পড়ুন: দু’র্ঘ’ট’না’য় আহত ব্যক্তিকে কো’লে তু’লে নিজেই হাসপাতালে পৌঁ’ছে দিলেন সোনু সুদ

ব্যাংক ছাড়াও ছোট-বড় ফাইন্যান্স সেক্টরগুলোর ফিক্স ডিপোজিটের সুদের হার।

নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক-রেগুলার ৬.৭৫% ও সিনিয়র সিটিজেনদের ৭.২৫%।

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এর সুদের হার রেগুলার ৬.৫০-৬.৬০% ও সিনিয়র সিটিজেনদের ৭.২৫-৭.৩৫%।