সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্ঘ’ট’না’য় আহত ব্যক্তিকে কো’লে তু’লে নিজেই হাসপাতালে পৌঁ’ছে দিলেন সোনু সুদ

মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো মানবতার সবচেয়ে বড় ধর্ম। আর বিপদের সময় যে মানুষ জীবন রক্ষা করে সে 'ঈশ্বরের' থেকে কিছুমাত্র কম নয়। আর এরকম এক দেবতারূপী মানুষ হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। করোনা পরিস্থিতি থেকে শুরু করে সবসময় মানুষের বিপদে আপদে প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই অভিনেতা।

মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো মানবতার সবচেয়ে বড় ধর্ম। আর বিপদের সময় যে মানুষ জীবন রক্ষা করে সে ‘ঈশ্বরের’ থেকে কিছুমাত্র কম নয়। আর এরকম এক দেবতারূপী মানুষ হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। করোনা পরিস্থিতি থেকে শুরু করে সবসময় মানুষের বিপদে আপদে প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই অভিনেতা।

অনেক মানুষের জীবন বদলে দেওয়ার পাশাপাশি অনেককে নতুন জীবন দিতেও সাহায্য করেছেন সোনু সুদ। আবারও সোনু সুদ এক ব্যক্তির জীবন বাঁচিয়ে নজির স্থাপন করলেন।

মঙ্গলবার গভীর রাতে পাঞ্জাবের মোগা জেলার কোটকাপুরা বাইপাসে এক ব্যক্তির গাড়ি দুর্ঘটনা ঘটে। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন সোনু সুদ। তিনি গোটা দুর্ঘটনাটি দেখতে পেয়ে দলের সদস্যদের সহায়তায় নিজেই সেই ২টি গাড়ির দুর্ঘটনায় আহত ব্যক্তিকে গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। সূত্রের খবর, সেই আহত ব্যক্তিরা এখন বিপদমুক্ত।

আরো পড়ুন: খান পরিবারের বউ হ’তে চেয়েছিলেন মহেশ কন্যা পূজা ভাট, কে ছিলেন তিনি?

এইসব ঘটনাই প্রমাণ করে দেয় সোনু সুদ সত্যিই একজন বাস্তব জীবনের নায়ক। সোনু তার জীবনে এমন সব দুর্দান্ত কাজ করছে যে সেগুলো সত্যিকারের মানবতার উদাহরণ। তার এই সমস্ত মহৎ কাজগুলি বহু প্রজন্মের কাছে উদাহরণ হিসাবে আজীবন বেঁচে থাকবে।