সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সৌরঝড়ের দা’প’টে এলন মাস্কের ৪০ টি স্যাটেলাইট মহাকাশে হা’রি’য়ে গেল

বিশাল সৌর ঝড়ের কবলে পড়ে, স্পেস এক্স সংস্থার চল্লিশটি স্যাটেলাইট উধাও হয়ে গেল। ঠিক এই খবর এলন মাস্কের কানে পৌঁছাতেই, দারুণ চিন্তার মুখে তারা। একটা নয় দুটো নয় একেবারে চল্লিশটি স্যাটেলাইট সৌর ঝড় এর কারণে নিরুদ্দেশ, কোনো ধরনের সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি স্যাটেলাইট গুলোর সাথে। আর সেই কারণেই বিপুল ক্ষতির মুখে সংস্থা।

বিশাল সৌর ঝড়ের কবলে পড়ে, স্পেস এক্স সংস্থার চল্লিশটি স্যাটেলাইট উধাও হয়ে গেল। ঠিক এই খবর এলন মাস্কের কানে পৌঁছাতেই, দারুণ চিন্তার মুখে তারা। একটা নয় দুটো নয় একেবারে চল্লিশটি স্যাটেলাইট সৌর ঝড় এর কারণে নিরুদ্দেশ, কোনো ধরনের সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি স্যাটেলাইট গুলোর সাথে। আর সেই কারণেই বিপুল ক্ষতির মুখে সংস্থা।

পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে টানা চার ঘণ্টা দাপট দেখালো সৌর ঝড়, যার কারণে উৎক্ষেপণের পরের দিন থেকেই হাওয়া হয়ে গেল স্পেসএক্স সংস্থার চল্লিশটি স্যাটেলাইট। মহাকাশে পাঠানো হয়েছিল মোট ৪৯ টি স্যাটেলাইট, কিন্তু সৌর ঝড়ের কবলে পড়ে চল্লিশটি স্যাটেলাইট বিচ্ছিন্ন হয়ে যায়। স্পেসএক্স সংস্থার জন্য এটি একটি বিশাল ক্ষতি। তবে আপাতত এই ক্ষতি স্বীকার করে নিচ্ছে এলন মাস্কের সংস্থা।

স্পেসএক্স সংস্থাটি মোট ৪৯ টি স্যাটেলাইট পাঠিয়েছিল আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটে। স্পেসএক্স সংস্থাটির উদ্দেশ্য ছিল পৃথিবীর কক্ষপথের ২১০ কিমি পর্যন্ত স্যাটেলাইট গুলোকে স্হাপন করা ও বিভিন্ন তথ্য দেওয়া।এমনকি সৌরঝড়ের কতটা প্রভাব পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ওপর পরে সেটাও জানার জন্য তাদের প্রতি স্হাপন।

আরো পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীরা খু’ব তাড়াতাড়ি সুখবর পাবেন, পে’তে চলেছেন ১৮ মাসের ব’কে’য়া DA

সংস্থার তরফ থেকে জানানো হয়, এই স্যাটেলাইটগুলো দারুন ভাবে সফল, কারণ তারা উৎক্ষেপণের পর এই নিজেদের জায়গা মতো অবস্থান করে কাজ শুরু করে দিয়েছিল। সৌর ঝড় নিয়ে স্পেসএক্স স্টারলিংক টিম, যারা কিনা ৪৯ টি স্যাটালাইট তৈরি করেছে। সে সমস্ত বিজ্ঞানীদের মতে, কক্ষপথের নির্দিষ্ট একটি সীমায় থাকার কারণে সৌর ঝড় এর কবলে পড়ে স্যাটেলাইট গুলো।

বিশেষ করে সৌর শিখার ঝাপটা কে উপেক্ষা করে নিরাপদ স্থানে সরে যেতে পারেনি স্যাটেলাইটগুলো, আর সেই কারণেই তারা বিচ্ছিন্ন হয়ে যায় নির্দিষ্ট জায়গা থেকে। তবে অবাক করার বিষয় হলো এই সৌর ঝড়ের কারণে যে পৃথিবীর জিপিএস সিস্টেম নষ্ট হয়নি এটাই , একটি ভালো খবর।