সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোনো মূল্যবান স’ম্প’দ নয়, চু’রি হলো ৮০০ কেজি গোবর, চি’ন্তি’ত ছত্রিশগড়ের গ্রামের বাসিন্দারা

দামী কোনো গয়না আলঙ্কার নয়, টাকা পয়সাও নয়, ছত্রিশগড়ের একটি গোশালা থেকে চুরি হলো প্রায় ৮০০ কেজি গোবর! যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬০০ টাকা। চুরির এমন নমুনা দেখে স্বভাবতই অবাক হয়েছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে। একটি গোশালা থেকে রাতারাতি চুরি হয়ে গিয়েছে এত বিপুল পরিমাণের গোবর। কে বা কারা, কি উদ্দেশ্যে এই চুরি করেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

বিশিষ্ট সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত ৮ই জুন মধ্যরাতে ছত্রিশগড়ের ওই গ্রাম থেকে চুরি হয়েছে গোবর। ছত্রিশগড় রাজ্যের কংগ্রেস সরকারের ‘গোধন ন্যায় যোজনা’ প্রকল্পের আওতায় গোবর থেকে প্রাকৃতিক সার তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই উদ্দেশ্যেই ওই গ্রামের একটি গোয়ালে গোবর সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেখান থেকেই চুরি গিয়েছে গোবর। ঘটনার পর অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।

‘গোধন ন্যায় যোজনা’র আওতায় প্রতি কেজি গোবর ২ টাকা হিসেবে কিনছে ছত্রিশগড়ের রাজ্য সরকার। পুলিশের অনুমান দুষ্কৃতীরা সম্ভবত গোবর চুরি করে নিয়ে তা বাজারে বিক্রি করার উদ্দেশ্যেই এমন কাণ্ড ঘটিয়েছে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের খুঁজে বার করার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কারা চুরি করলো তা এ পর্যন্ত স্পষ্ট নয়। অভিযুক্তদের খুঁজে বার করার জন্য তদন্ত চলছে।

দিপকা থানার পুলিশ আধিকারিক হরিশ তান্ডেকর জানিয়েছেন, ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার পুলিশের কাছে গোবর চুরির অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।